নোয়াখালীর হাতিয়ায় ২৫ বছরের পুরনো ইজারাকৃত গরুর হাটে ব্যাপারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাজারের পাশে জোর পূর্বক বিকল্প আরেকটি হাট বসিয়ে একদল লোক পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। 

জানা গেছে, হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নে অবস্থিত হাতিয়া বাজার দক্ষিণ নোয়াখালীর অন্যতম বৃহৎ গরুর হাট। এখানে প্রতি শনি ও মঙ্গলবার গরু, মহিষ, ছাগল ও ভেড়া কেনাবেচা হয়। জনপ্রিয় এই হাটের ইজারা মূল্য এবার দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লক্ষ টাকায়।

ইজারাদার অভিযোগ করেছেন, বাজারের আশপাশে পূর্বে কোনো গরুর হাট না থাকলেও হঠাৎ করে একই দিনে বাজারের কাছেই বিকল্প একটি হাট বসানো হয়। ব্যাপারীরা যখন হাতিয়া বাজারে যাওয়ার পথে সূবর্ণচরের ভূঁইয়ার হাট এলাকায় পৌঁছান, তখন একটি দল তাদের জোরপূর্বক গাড়ি থামিয়ে গরু নামিয়ে সেই স্থানেই বিক্রি করতে বাধ্য করে। এতে রাস্তার দুই পাশে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ইজারাকৃত বাজারে ব্যাপারীদের উপস্থিতি কমে যায়, ফলে বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

গরু ব্যাপারী নাসির উদ্দিন জানান, “আমরা দীর্ঘদিন ধরে হাতিয়া বাজারে গরু বিক্রি করছি। কিন্তু আজ রাস্তার মধ্যে থামিয়ে অন্য হাটে যেতে চাপ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “বিষয়টি আমরা লিখিতভাবে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে রাজস্ব ক্ষতির পাশাপাশি দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষও ঘটতে পারে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তুরস্কে ৬.২ মাত্রার ভূমিকম্প 

তুরস্কে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। বুধবার ইস্তাম্বুলে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের সঙ্গে আতঙ্কে ইস্তাম্বুলে ভবন থেকে লাফিয়ে পড়ে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে অনেক মানুষ পার্কে জড়ো হয়েছিল এবং অনেকে দরজায় বসেছিল, অথবা ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ার পর মোট ১৫১ জন আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

কার্যালয় আরো জানিয়েছে, ইস্তাম্বুলের মধ্যভাগে একটি পরিত্যক্ত ভবন ধসে পড়েছে, তবে সেখানে কেউ আহত হয়নি, বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশিয়ান উপকূলে অবস্থিত ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার শহরে জ্বালানি বা জলের অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। কিছু দোকান বন্ধ রয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় ৫৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭ হাজার জনেরও বেশি আহত হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ