নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম ও একটি এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা এমব্রয়ডারি কারখানায়ও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে আন্দোলিব রহমান পার্থের জম্মদিনে দোয়া 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫১তম জন্মদিন উপলক্ষ্যে এতিমখানার ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) বিকেলে শহরের দেওভোগ নগর পার্ক সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এসময়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে এতিমখানার ছাত্রদের হাতে খাবার বিতরণ করা হয়। 

বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শাফিয়ান আহমেদ রিয়নের সভাপতিত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু, বিএনপি নেতা সোহেল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব স্বপন, জেলা যুব সংহতি নেতা পারভেজ, জেলা জাতীয় ছাত্রসমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফ, যুগ্ম আহ্বায়ক হাসান, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.হৃদয়, যুগ্ম আহ্বায়ক রাকিব, মহানগর নেতা সোয়াব, আনন্দসহ অনেকেই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আ’লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জাকির খানের মিছিল ও সমাবেশ
  • আরসা প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী রিমান্ড শেষে কারাগারে  
  • বিশেষ শিশুদের পাশে নারায়ণগঞ্জ ডিসি ‘ভিন্নতা নয়, সম্ভাবনার প্রতীক অটিজম’
  • রিমান্ড শেষে কারাগারে আরসা প্রধান আতাউল্লাহ ও ৫ সহযোগী
  • বিশেষ শিশুদের পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ‘ভিন্নতা নয়, সম্ভাবনার প্রতীক অটিজম’
  • আট দিনের রিমান্ড শেষে কারাগারে আরসার প্রধান আতাউল্লাহ ও পাঁচ সহযোগী
  •  জেলা প্রশাসনকে সহযোগীতা করবে হেফাজতে ইসলাম
  • আওয়ামী লীগ নেতাকর্মীদের পেটানোর নির্দেশ দিলেন টিপু
  • নারায়ণগঞ্জে আন্দোলিব রহমান পার্থের জম্মদিনে দোয়া