Prothomalo:
2025-04-23@11:30:17 GMT

ড্রুপি আইলিড কী

Published: 23rd, April 2025 GMT

ড্রুপি আইলিড বা টোসিস অর্থ চোখের পাতা পড়ে যাওয়া। রোগটি শিশু বা প্রাপ্তবয়স্ক উভয়েরই হতে পারে। অনেক শিশু জন্মগতভাবে টোসিস নিয়ে জন্মায়। মূলত দুর্বল চোখের পাতার পেশির কারণে দৃষ্টি ধীর হয়ে এমন হয়। আবার জীবনের যেকোনো পর্যায়ে এ রোগ হতে পারে। তখন দেখা যায় এক বা দুই চোখের পাতা পড়ে আছে আর সহজে খোলা যাচ্ছে না। শুরুতেই চিকিৎসা করাতে হবে। গুরুতর হয়ে গেলে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে।

চোখের পাতা ঝুলে যাওয়ার এই সমস্যায় একটি চোখ আক্রান্ত হতে পারে, আবার দুটি চোখও আক্রান্ত হতে পারে। চোখে স্বাভাবিকের চেয়ে বেশি পানি আসে। দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে। আক্রান্ত শিশুরা প্রায়ই ভালোভাবে দেখার জন্য তাদের মাথা পেছনে ঝাঁকাতে থাকে। ঘাড় বা কাঁধ উঁচু করে রাখে। কোনো কোনো শিশু তাদের ভ্রু তুলে চোখের মণি মাঝখানে এনে দেখার চেষ্টা করে।

প্রাপ্তবয়স্কদের চোখের পাতা ঝুলে যাওয়ার পেছনে অস্ত্রোপচারের ভুল দায়ী হতে পারে। যেমন চোখের ছানি অস্ত্রোপচারের সময় ভুলবশত চোখের পাতার একটি টেন্ডন যদি কেটে যায়। দুর্ঘটনাজনিত আঘাত থেকেও টেন্ডনগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার স্নায়বিক বা পেশিসংক্রান্ত রোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। চোখে বা মস্তিষ্কে টিউমারের কারণেও এমনটা হতে পারে।

রোগ নির্ণয় ও চিকিৎসা

দুই চোখেই সমস্যা হলে রোগীর দুই চোখের মধ্যে তুলনা করে চক্ষুবিশেষজ্ঞ সহজেই রোগটি নির্ণয় করতে পারেন। যদি এক চোখে সমস্যা দেখা দেয়, তখন উভয় চোখ প্রভাবিত হয়। রোগীর চোখের স্লিট ল্যাম্প পরীক্ষা করা হয়। এটি উচ্চ-তীব্রতর আলোর একটি পাতলা রশ্মি। ফোকাস করার জন্য একটি কম পাওয়ার মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। ছানিও পরীক্ষা করতে হবে। একই সঙ্গে সকেটের উচ্চতা, টোসিসের তীব্রতা এবং ঝুলে থাকা চোখের পাতার অবশিষ্ট শক্তি নির্ধারণ করতে চোখের পাতা ও সকেটের পরিমাপ করতে হয়।

টোসিসে আক্রান্ত শিশুর প্রথম অবস্থার ছবি তুলে রাখতে হবে এবং পরবর্তী বছরগুলোয় নিয়মিত চোখ পরীক্ষা করতে হবে। নিয়মিত চক্ষু পরীক্ষায় শিশুর দৃষ্টিশক্তি হ্রাস ও অ্যাম্বলিওপিয়া এড়াতে সাহায্য করবে।

ডা.

সৈয়দ এ কে আজাদ: বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ, আল-রাজী হাসপাতাল, ঢাকা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

টেসলার মুনাফা হ্রাসের পর সরকারি দায়িত্ব কমিয়ে ফেলার ঘোষণা মাস্কের

চলতি বছরের প্রথম তিন মাসে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মুনাফা ও আয়—দুটোই কমেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নিজের ভূমিকা কমানোর কথা বলেছেন টেসলাপ্রধান ইলন মাস্ক।

মাস্ক হোয়াইট হাউসে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র হয়ে ওঠার কারণে টেসলার বিক্রি কমে গেছে এবং প্রতিষ্ঠানটি তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে।

গতকাল মঙ্গলবার টেসলা কর্তৃপক্ষ বলেছে, গত বছরের তুলনায় ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে বৈদ্যুতিক গাড়ি বিক্রি থেকে তাদের আয় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। মুনাফা কমেছে ৭০ শতাংশের বেশি।

টেসলা বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছে, এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রবৃদ্ধির পূর্বাভাস দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, তাদের পণ্যের চাহিদা অর্থপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ট্রাম্পের নতুন প্রশাসনে মাস্কের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এর মধ্যেই প্রতিষ্ঠানটির মুনাফা ও আয়ে সাম্প্রতিক এই পতন। মাস্ক নিজেও স্বীকার করেছেন, প্রতিষ্ঠানটির ওপর থেকে তাঁর মনোযোগ সরে গেছে।

ট্রাম্পের নতুন প্রশাসনে মাস্কের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এর মধ্যেই প্রতিষ্ঠানটির মুনাফা ও আয়ে সাম্প্রতিক এই পতন। মাস্ক নিজেও স্বীকার করেছেন, প্রতিষ্ঠানটির ওপর থেকে তাঁর মনোযোগ সরে গেছে।

ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারকালে তাঁর নির্বাচনী তহবিলে ২৫ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন মাস্ক। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তাঁর নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেন মাস্ককে। ডিওজিই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও জনশক্তি কমানোর লক্ষ্যে কাজ করছে।

মাস্ক বলেন, ‘আগামী মাস থেকে ডিওজিইতে আমার সময় বরাদ্দ উল্লেখযোগ্য মাত্রায় কমতে শুরু করবে। সপ্তাহে এক বা দুই দিন সরকারি কাজে ব্যয় করব। তা–ও যত দিন প্রেসিডেন্ট ট্রাম্প চাইবেন এবং ওই বিভাগ কার্যকর থাকবে, তত দিন তা করব।’

মাস্কের রাজনীতিতে সরাসরি জড়িত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে বিক্ষোভ এবং টেসলাকে বর্জনের ডাক উঠেছে।

মাস্ক এর দায় অবশ্য ওই সব মানুষের ওপর চাপিয়েছেন, যাঁরা ‘তাঁকে ও ডিওজিই দলের ওপর আক্রমণের চেষ্টা করছেন’। তিনি ডিওজিইতে তাঁর কাজকে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সরকার তাঁকে যে কাজ দিয়েছে, তার বেশির ভাগই করা হয়ে গেছে।

বছরের প্রথম ত্রৈমাসিকে টেসলা আয়-ব্যয়ের নতুন যে পরিসংখ্যান দিয়েছে, তাতে মোট আয় ১ হাজার ৯৩০ কোটি ডলার দেখানো হয়েছে। গত বছরের তুলনায় এটি ৯ শতাংশ কম। প্রথম ত্রৈমাসিকে বিশেষজ্ঞরা টেসলার ২ হাজার ১১০ কোটি ডলার আয় হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। ক্রেতা আকর্ষণের জন্য টেসলা পণ্যের দামও কিছুটা কমিয়েছে।

আগামী মাস থেকে ডিওজিইতে আমার সময় বরাদ্দ উল্লেখযোগ্য মাত্রায় কমতে শুরু করবে। সপ্তাহে এক বা দুই দিন সরকারি কাজে ব্যয় করব। তা-ও যত দিন প্রেসিডেন্ট ট্রাম্প চাইবেন এবং ওই বিভাগ কার্যকর থাকবে, তত দিন তা করব।ইলন মাস্ক, টেসলার সিইও

টেসলা ইঙ্গিত দিয়েছে, চীনের ওপর ট্রাম্পের উচ্চ হারে পাল্টা শুল্কারোপও প্রতিষ্ঠানটির জন্য বড় আঘাত হয়ে এসেছে। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে টেসলা যে গাড়ি বিক্রি করে, সেগুলো সেখানেই সংযোজন করা হয়। কিন্তু সেসব গাড়ির অনেক যন্ত্রাংশ তৈরি হয় চীনে। চীন থেকে গাড়ির যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে আসে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, এভাবে বাণিজ্যনীতির দ্রুত পরিবর্তনের ফলে টেসলার সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দাম বেড়ে যেতে পারে।

আরও পড়ুনইলন মাস্ক শিগগির দায়িত্ব ছাড়ছেন, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প০২ এপ্রিল ২০২৫

বাণিজ্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের কয়েকজনের সঙ্গে মাস্কের বিরোধও এখন প্রকাশ্য, যাঁদের একজন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

এ মাসের শুরুতে নাভারোকে ‘নির্বোধ’ বলেছিলেন মাস্ক। সম্প্রতি টেসলা সম্পর্কে বলতে গিয়ে নাভারো বলেন, ‘মাস্ক একজন গাড়ি নির্মাতা নন, বরং অনেক ক্ষেত্রে তিনি একজন গাড়ি সংযোজনকারী।’

গতকাল মাস্ক বলেন, তিনি ভেবেছিলেন, টেসলার ওপর শুল্কের প্রভাব খুব একটা পড়বে না। কারণ, উত্তর আমেরিকা, ইউরোপ ও চীনে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির স্থানীয় সরবরাহব্যবস্থা আছে। তিনি বলেন, ‘আমি উচ্চ শুল্ক নয়; বরং নিম্ন শুল্কের পক্ষে পরামর্শ দেওয়া অব্যাহত রাখব। আমার পক্ষে এটুকুই করা সম্ভব।’

আরও পড়ুনডিওজিইর দায়িত্ব ছাড়ার পরও ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন মাস্ক০৩ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ