বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘প্রজেক্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ২১ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীদের জন্য আবেদনের সুযোগ ২৭ এপ্রিল পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার

পদসংখ্যা: ১টি

বেতন: ৮০,০০০-৯০,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২দিন, গ্র্যাচুইটি, উৎসব ভাতা বছরে ১টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

প্রার্থীর বয়স: ন্যূনতম ২৮ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল: তাহিরপুর, সুনামগঞ্জ

আরও পড়ুনসপ্তাহে ১ দিন কাজ ছয় দিন ছুটি—বিশ্বের কোন দেশে আছে এমন চাকরি২২ এপ্রিল ২০২৫আবেদনের যোগ্যতা

দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ অধ্যয়ন, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

কম্পিউটারে এমএস অফিস প্যাকেজ ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে

কাজের ক্ষেত্র আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সৌম্যর দুর্দান্ত ইনিংসে রূপগঞ্জের জয় 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। তার ব্যাটে ভর করে রান-উইকেটের ম্যাজিক সংখ্যা দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ। বড় রান তাড়া করতে নেমে অগ্রণী ব্যাংক ১০৩ রানের বড় ব্যবধানে হেরেছে। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৩৩৩ রান তোলে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনিং জুটিতে ৮১ রান যোগ করে দলটি। ওপেনার তানজিদ তামিম ৩৩ বলে ৪৩ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। অন্য ওপেনার সাইফ হাসান ফেরেন ৬১ বলে ৪৩ রান করে। 

তবে সৌম্য সরকার ছিলেন অনবদ্য। তিনি ১১২ বল খেলে ১৫৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৭টি চার ও ছয়টি ছক্কার শট আসে। তাকে শেষে সঙ্গ দিয়ে আফিফ হোসেন ধ্রুব ৪৫ বলে ৪৯ রান যোগ করেন। 

জবাবে অগ্রণী ব্যাংক ৪৩.১ ওভারে ২৩০ রানে অলআউট হয়। অগ্রণীর হয়ে মার্শাল আইয়ূব সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন। ওপেনার ইমরানুজ্জামান ২৯ রান যোগ করেন। অধিনায়ক ইমরুল কায়েস ২৩ রান করে ফিরে যান। শুভাগত হোম ১৮ বলে খেলেন ৩৯ রানের ইনিংস। 

রূপগঞ্জের হয়ে অলরাউন্ডার সাইফ হাসান ৩ উইকেট তুলে নেন। এছাড়া মোহাম্মদ রিজান, স্বাধীন ইসলাম ও টিপু সুলতান নিয়েছেন ২টি করে উইকেট। রূপগঞ্জের উইকেটরক্ষক ও অধিনায়ক আকবর আলী ১ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন ১টি উইকেট।    
 

সম্পর্কিত নিবন্ধ