আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ২০২৪-২৫ সামার সেশনে ইংরেজি বিভাগে এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

জেনে রাখুন:

১. এই প্রোগ্রামের মেয়াদ দেড় বছর।

২. এই ইংরেজি প্রোগ্রামে থাকবে সাহিত্য ও কালচার স্টাডিজ।

৩. আরও থাকবে ফলিত ল্যাঙ্গুয়েস্টিক ও টোয়েফল।

৪. অনলাইনে আবেদনের জন্য ভিজিট করতে হবে।

আরও পড়ুনপুলিশ স্টাফ কলেজে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স১৬ এপ্রিল ২০২৫

ভর্তির যোগ্যতা

১.

ইংরেজিতে চার বছরের ব্যাচেলর ডিগ্রি বা ইংরেজিতে তিন বছরের ব্যাচেলর ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি পেতে হবে বা এমএ/এমএস থাকতে হবে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ে।

২. এসএসসি, এইচএসসি ও গ্র্যাজুয়েশন পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫ এবং ব্যাচেলর ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ-২.৫ থাকতে হবে।

৩. ও লেভেল এবং এ লেভেল প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ–২.৫ ও লেভেলে এবং ন্যূনতম জিপিএ–২.০ এ লেভেলে পেতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।

আরও পড়ুনব্র্যাকে ইন্টার্নশিপ, ৪ ক্যাটাগরির পদে আবেদন স্নাতক/স্নাতকোত্তরে৩ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন য নতম

এছাড়াও পড়ুন:

পাস-ফেল দূরের কথা, যে স্কুলের কেউ পরীক্ষাই দিচ্ছে না

এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর সামনে আসে এমন কিছু স্কুল, যেখানে কেউ পাস করেনি; অথবা সবাই পাস করেছে- এমন সব খবর। তবে রেজিস্ট্রেশন করার পরও একটি বিদ্যালয়ের কোনো ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেনি- এমন ঘটনার কথা শোনা যায় কমই। আর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয় হলো তেমন একটি প্রতিষ্ঠান, যেখানে ঘটেছে মোটামুটি বিরল এই কাণ্ড; স্কুলটির কেউ পরীক্ষা দিচ্ছে না।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়টি ২০০২ সালে মাধ্যমিক পর্যায়ে (সেকেন্ডারি) এমপিওভুক্ত হয়। প্রতিবছর এসএসসি পরীক্ষার্থী থাকলেও এবার সেখান থেকে কেউ পরীক্ষা দিচ্ছে না।

চলতি বছর ১৫ শিক্ষার্থীর এসএসসিতে অংশ নেওয়ার কথা ছিল, তবে কেউই পরীক্ষার হলে যায়নি।

আরো পড়ুন:

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর

এসএসসির চতুর্থ পরীক্ষার দিনে বহিষ্কার ৭৮

কেন এমন হলো, তা জানতে কথা হয় ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলীর সঙ্গে। 

তিনি বলেন, “এবার আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার জন্য ১৫ জন ছাত্রী রেজিস্ট্রেশন করেছিল। তবে দুঃখজনক হলেও তারা কেউই পরীক্ষায় অংশ নেয়নি।”

“আমরা অনেক চেষ্টা করেছি তাদের পরীক্ষায় বসানোর জন্য কিন্তু তাতে আমরা সফল হইনি,” যোগ করেন রুস্তম আলী।  
রেজিস্ট্রেশন করা সেই ১৫ শিক্ষার্থী ও তাদের অভিভাবকের সঙ্গে কথা বলার জন্য খোঁজ-খবর করা হলে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের সঙ্গে কথা হলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ বছরেও বিদ্যালয়টির অবকাঠামো ও শিক্ষার পরিবেশের কোনো উন্নয়ন হয়নি। বিদ্যালয়টি বর্তমানে কার্যত একটি জরাজীর্ণ ভবনে পরিচালিত হচ্ছে। ভাঙাচোরা বেঞ্চ, মানসম্পন্ন শ্রেণিকক্ষের অভাব এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সংকটে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের খাতা-কলমে ২০০ শিক্ষার্থী দাবি করলেও শিক্ষার্থীর সংখ্যা ১০০ জনের নিচে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের জন্য রয়েছেন ১০ জন শিক্ষক, যার মধ্যে অনেকেই নিয়মিত উপস্থিত হন না বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে, পাঠদান প্রায় বন্ধ হয়ে যায়। বেঞ্চ ভাঙা, জানালা-দরজা নেই বললেই চলে। মেঝে মাটির। শিক্ষকেরা নিয়মিত আসেন না।”

কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয়ের প্রতি প্রশাসনের নজরদারি নেই। শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও পাঠদানের দুর্বল মানের কারণে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ হারিয়ে যাচ্ছে।

স্থানীয় আরেক অভিভাবক বলেন, “আমরা গরিব মানুষ, ছেলে-মেয়েদের স্কুলে পাঠাই ভবিষ্যতের আশায়। কিন্তু  স্কুলের অবস্থা এমন যে, ওরা আর যেতে চায় না। আমি আমার মেয়েকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করিয়েছিলাম, পরে পাশের অন্য স্কুলে নিয়ে গেছি।”

বিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রতিবছর জয়পুর মাধ্যমিক বিদ্যালয়কে এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করে। এবারের পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কেন্দ্র সচিব ও বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম টম বলেন, “এবার ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আমার কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে না।”

এ বিষয়ে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন বলেন, “মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় আমি অতিরিক্ত দায়িত্ব পালন করছি। বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, “বিষয়টি আমি শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডাকা হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

ঢাকা/কাঞ্চন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • বাউবিতে বিএ ও বিএসএস অনার্স প্রোগ্রাম, আবেদনের সময় বৃদ্ধি
  • বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে ছেলে
  • বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে খাইরুল
  • আগৈলঝাড়ায় র‍্যাবের ওপর হামলার ঘটনায় দুই মামলা
  • যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা ভবন অবরুদ্ধ
  • বাউবিতে এলএলবি অনার্স কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
  • ব্রিটিশ কাউন্সিলের টিএনই এক্সপ্লোরেটরি গ্র্যান্ট অর্জন করল এআইইউবি
  • দারিদ্র্যের ঝড়ে ঝরছে শিক্ষার স্বপ্ন
  • পাস-ফেল দূরের কথা, যে স্কুলের কেউ পরীক্ষাই দিচ্ছে না