ওজন কমাতে খালি না ভরা পেটে হাঁটবেন?
Published: 23rd, April 2025 GMT
নিয়মিত হাঁটা শরীরের জন্য খুবই উপকারী। এটা সবচেয়ে কার্যকরী এবং সহজ শরীরচর্চার মধ্যে অন্যতম। দিনে নির্দিষ্ট সময় মেনে হাঁটলে শরীরের অনেক ধরনের সমস্যা কমে। বিশেষ করে নিয়মিত হাঁটার মাধ্যমে ওজন ঝরানো, উৎকণ্ঠা কমানো, হৃদরোগের ঝুঁকি কমানো বা হজম প্রক্রিয়া উন্নত করা সম্ভব। কেউ কেউ খাওয়াদাওয়ার পর হাঁটেন, কেউ বা খালি পেটে। ভরা পেটে না কি খালি পেটে হাঁটা বেশি উপকারী তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। বিশেষজ্ঞদের মতে, দুভাবে হাঁটলেই ক্যালরি পোড়ে। এর ফলে ওজনও কমে। তার পরও তুলনামুলকভাবে কোনটা উপকারী তা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ভারতীয় পুষ্টিবিদ ফারেহা শনমের ভাষায়, যারা কেবল ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের খালি পেটে হাঁটা উচিত। এটিকে ‘ফাস্টিং কার্ডিয়ো’বলা হয়।
খালি পেটে হাঁটা
খালি পেটে হাঁটলে খাবার থেকে প্রয়োজনীয় শক্তি বা গ্লুকোজ় পায় না শরীর। তাই বাধ্য হয়ে শরীর জমে থাকা অতিরিক্ত ফ্যাট পোড়াতে শুরু করে হাঁটার শক্তি পাওয়ার জন্য। এর ফলে শরীর থেকে ফ্যাট কমতে শুরু করে এবং ওজন হ্রাস পায়। খালি পেটে প্রতিদিন হাঁটার অভ্যাস থাকলে হজমের সমস্যাও দূর হবে। তা ছাড়া সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে গেলে শরীর বেশি পরিমাণে ভিটামিন ডি পায়। সেই সময় রোদের তেজও কম থাকে, যা থেকে ভিটামিন ডি-ও ভাল পরিমাণে পাওয়া যায়।
ভরা পেটে হাঁটা
খাওয়ার পরে হাঁটারও অনেক উপকারিতা আছে। খাবার খাওয়ার পর হাঁটলে শরীর সেই খাবার থেকেই পাওয়া গ্লুকোজ়কে শক্তির জন্য ব্যবহার করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের ডায়াবেটিস আছে খাওয়ার পর হাঁটা তাদের জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ । যদিও খালি পেটে হাঁটার তুলনায় ভরা পেটে হাঁটায় কম ক্যালোরি পোড়ে, তারপরও খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটলে হজমশক্তি উন্নত হয়। পেট ফাঁপার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গলা টিপে ধরা ও মারধরের অভিযোগে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারের শাস্তি
অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম সেরা দলটার ওপেনার ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে অন্য অনেকের মতো বেছে নিয়েছিলেন টেলিভিশন ধারাভাষ্যকারের পেশা। সেই মাইকেল স্ল্যাটারের জীবন কীভাবেই না বদলে গেল!
ঘরোয়া সহিংসতার মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনার। চার বছরের জেল হয়েছে তাঁর। তবে আপাতত স্থগিত থাকছে শাস্তি, আবারও এ ধরনের অপরাধ করলে জেলে যেতে হবে তাঁকে।
আরও পড়ুনআগের মতোই নোংরা-পচা ঢাকা লিগ২ ঘণ্টা আগেগত মঙ্গলবার অস্ট্রেলিয়ার মারুচিডোর আদালতে দাঁড়িয়ে স্ল্যাটার নিজের দোষ স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একজন নারীর সঙ্গে খারাপ আচরণ করেছেন, এমনকি তাঁকে দুবার গলা চেপে ধরেছিলেন।
শুধু তা–ই নয়, সেই নারীকে বারবার বিরক্ত করেছেন, মারধর করেছেন, এমনকি একবার জোর করে তাঁর বাসায়ও ঢুকে পড়েছিলেন। ঘটনাগুলো ঘটেছিল ২০২৩ সালের ডিসেম্বরে, কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টে। তদন্ত করতে গিয়ে পুলিশ স্ল্যাটারের ফোনে কিছু বাজে বার্তাও পায়, যেগুলো তিনি ওই নারীকে পাঠিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্ট খেলেছেন স্ল্যাটার