এই রাত তোমার আমার: দীর্ঘ দাম্পত্য সম্পর্ক আসলে কেমন হয়
Published: 23rd, April 2025 GMT
রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের ‘আবিষ্কার’ সিনেমাটা অনেকেই দেখেছেন। এক দম্পতির এক রাতের কাহিনি। ওই রাতই আবার তাদের বিবাহবার্ষিকী। প্রেম করে বিয়ে করেছিল। এত বছর পর তাদের বড় সমস্যা প্রেমহীনতা। বিয়ের আগে বা বিয়ের পরে সেই যে তুমুল ভালোবাসা, প্রচণ্ড আবেগ—কালক্রমে তা কোথায় হারিয়ে গেল? হারিয়ে ফেলা সেই ভালোবাসা নতুন করে আবিষ্কার করার গল্পই আসলে ‘আবিষ্কার’ সিনেমার কাহিনি। ১৯৭৪ সালের এই সিনেমার জন্য রাজেশ খান্না ফিল্মফেয়ারের সেরা অভিনেতা হয়েছিলেন। রাজেশ খান্না তখন বিপুল জনপ্রিয় সুপারস্টার। তারপরও একেবারেই ভিন্ন ধরনের একটি সিনেমা করার সাহস দেখিয়েছিলেন তিনি।
ইতালির ‘লা নত্তে’ (দা নাইট) সিনেমাটাও এক দম্পতির এক রাতের কাহিনি। ১৯৬১ সালে মুক্তি পেয়েছিল। একজন লেখক জিওভান্নি ও তার স্ত্রী লিডিয়ার গল্প। এটাও আরেক দাম্পত্য জীবনের গল্প। পরিচালক ওই এক রাতের নানা ঘটনার মধ্য দিয়ে বলেও দেন তাদের দুজনের সম্পর্কের কিছু দিক। তাদের মধ্যেও ছিল গভীর প্রেম। এখনো কি আছে? লিডিয়া কিন্তু একপর্যায়ে বলেও যে সে আসলে এখন আর জিওভান্নিকে ভালোবাসতে পারছে না। কেন পারছে না, গল্প সেটাই।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
সদ্য প্রয়াত ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে কাতারে অবস্থান করছেন। ‘আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫’-এ যোগ দিতে কাতারে গেছেন তিনি।
সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তাকে অভ্যর্থনা জানান।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা।
ঢাকা/হাসান/রফিক