লিগ জয় থেকে আর কত ম্যাচ দূরে বার্সেলোনা
Published: 23rd, April 2025 GMT
লা লিগার শিরোপা লড়াইয়ে প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো। একটা ভুলেই যেখানে এলোমেলো হয়ে যেতে পারে শিরোপা স্বপ্ন। তেমনই এক ম্যাচে গতকাল রাতে মায়োর্কাকে ১–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার জয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে একমাত্র গোলটি করেছেন দানি ওলমো।
এই জয়ের পর তালিকার ২ নম্বরে রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। তবে আজ রাতে হেতাফের বিপক্ষে জয় পেলে আবারও সেই ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে আনতে পারবে রিয়াল। এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল–বার্সা খেলবে আগামী ১১ মে। এল ক্লাসিকোতে সেদিন একে অপরের মুখোমুখি হবে তারা।
সেই ম্যাচ জিতলে বার্সার শিরোপা একরকম নিশ্চিতই হয়ে যাবে। আর রিয়াল যদি জেতে, তবে তারা বার্সার সঙ্গে লড়াইটা শেষ পর্যন্ত জমিয়ে রাখতে পারবে। তবে এল ক্লাসিকোর ওপর মনোযোগ দিলেই অবশ্য চলবে না। বাকি ম্যাচগুলোতে জয় যেন কোনোভাবে হাতছাড়া না হয়, সেটিও নিশ্চিত করতে হবে দুই দলকে।
আরও পড়ুনবার্সেলোনাকে হারিয়েই জোড়া শিরোপা জিততে চান আনচেলত্তি৯ ঘণ্টা আগেএখন কাগজে–কলমের হিসাবে আসা যাক। রিয়াল যদি আজ রাতে হেতাফে ও ৪ মে সেল্তা ভিগোর বিপক্ষে জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৩৪ ম্যাচে ৭৫। অন্যদিকে বার্সা যদি ৩ মে ভায়াদোলিদকে হারায়, তবে তাদের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭৯। অর্থাৎ এল ক্লাসিকোতে সেই ৪ পয়েন্টে এগিয়ে থেকেই রিয়ালের মুখোমুখি হবে তারা।
আর ঘরের মাঠে রিয়ালকেও যদি হারাতে পারে, তবে ৩৫ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৮২, যা তাদের এগিয়ে দেবে ৭ পয়েন্ট। এরপর ১৫ মে কাতালান ডার্বিতে বার্সা মুখোমুখি হবে এস্পানিওলের। সেদিনও যদি বার্সা জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৩৬ ম্যাচে ৮৫।
আরও পড়ুনঅসাধারণ এক জয়ের পর বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা২০ এপ্রিল ২০২৫সেই জয়ের পর আর কোনো হিসাব ছাড়াই শিরোপা নিশ্চিত করবে হান্সি ফ্লিকের দল। অর্থাৎ লা লিগায় পরবর্তী ৩ ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার। আর রিয়াল যদি এর মধ্যে নিজেদের অন্য ম্যাচগুলোয় হোঁচট খায়, তবে বার্সার শিরোপা নিশ্চিত হতে পারে আরও আগে।
গতকাল রাতে বার্সার ন্যূনতম ব্যবধানের জয় অবশ্য ম্যাচের সঠিক চিত্র তুলে ধরতে পারছে না। মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে বার্সা ৭৮ শতাংশ বল দখল রেখে সব মিলিয়ে শট নিয়েছিল ৪০টি। ১২টি ছিল লক্ষ্যে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটির বেশি গোল পায়নি কাতালান ক্লাবটি।
শিরোপার আরেকটু কাছে বার্সা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় আইনি সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনজীবী নিয়োগ
মাগুরার সেই ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনকে আইনি সহায়তা দিতে ঢাকা থেকে আইনজীবী নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিদপ্তরের স্পেশাল প্রসিকিউটর অ্যডভাইজর (অ্যাটর্নি জেনারেল এর সমমর্যাদার সুবিধাদি প্রাপ্ত) অ্যডভোকেট মো. এহসানুল হক সমাজীকে এ বিষয়ে নিয়োগ দেওয়া হয়।
দেশব্যাপী আলোচিত এই মামলায় চারজনকে আসামি করে ৮ মার্চ শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে (৪৭) প্রধান আসামি করা হয়। এছাড়া শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজীবের মা রোকেয়া বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তারা চারজনই বর্তমানে কারাগারে আছেন।
এই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ২০ এপ্রিল জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদের আদালতে এ শুনানি হয়। শুনানিতে হিটু শেখসহ সব আসামিকে আদালতে হাজির করা হয়।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেনটি, হত্যারও চেষ্টা চালিয়েছেন।
এ ঘটনায় গেল ১৩ এপ্রিল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। তদন্ত প্রতিবেদনে মামলায় চার আসামিকেই অভিযুক্ত করা হয়।
এ বিষয়ে মাগুরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, ইতোমধ্যে অবগতি হয়েছি যে মাগুরার চাঞ্চ্যলকর আছিয়া হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন আইনজীবীকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যদা সম্পন্ন সুবিধাভোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি দ্রুত তিনি মামলার বিষয়ে অবগত হবেন এবং রাষ্ট্রপক্ষ কে সহযোগিতা করবেন।