ট্রাম্প যাচ্ছেন মধ্যপ্রাচ্যে, তালিকায় ৩ দেশ
Published: 23rd, April 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তিনি তখন মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফর করবেন। গতকাল মঙ্গলবার ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এমন ঘোষণা দিয়েছেন।
চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ট্রাম্পের জন্য এটি হবে দ্বিতীয় বিদেশ সফর। কারণ, এর আগে আগামী শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে তাঁর। সে ক্ষেত্রে সেটিই হবে তাঁর প্রথম বিদেশ সফর।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লেভিট বলেন, ট্রাম্প আগামী ১৩ থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি লেভিট।
এর আগে গত ২৫ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, তাঁর প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় আইনি সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনজীবী নিয়োগ
মাগুরার সেই ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনকে আইনি সহায়তা দিতে ঢাকা থেকে আইনজীবী নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিদপ্তরের স্পেশাল প্রসিকিউটর অ্যডভাইজর (অ্যাটর্নি জেনারেল এর সমমর্যাদার সুবিধাদি প্রাপ্ত) অ্যডভোকেট মো. এহসানুল হক সমাজীকে এ বিষয়ে নিয়োগ দেওয়া হয়।
দেশব্যাপী আলোচিত এই মামলায় চারজনকে আসামি করে ৮ মার্চ শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে (৪৭) প্রধান আসামি করা হয়। এছাড়া শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজীবের মা রোকেয়া বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তারা চারজনই বর্তমানে কারাগারে আছেন।
এই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ২০ এপ্রিল জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদের আদালতে এ শুনানি হয়। শুনানিতে হিটু শেখসহ সব আসামিকে আদালতে হাজির করা হয়।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেনটি, হত্যারও চেষ্টা চালিয়েছেন।
এ ঘটনায় গেল ১৩ এপ্রিল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। তদন্ত প্রতিবেদনে মামলায় চার আসামিকেই অভিযুক্ত করা হয়।
এ বিষয়ে মাগুরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, ইতোমধ্যে অবগতি হয়েছি যে মাগুরার চাঞ্চ্যলকর আছিয়া হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন আইনজীবীকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যদা সম্পন্ন সুবিধাভোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি দ্রুত তিনি মামলার বিষয়ে অবগত হবেন এবং রাষ্ট্রপক্ষ কে সহযোগিতা করবেন।