Prothomalo:
2025-04-23@06:24:02 GMT

বোতলে ৫০ বছর আগের বার্তা

Published: 23rd, April 2025 GMT

ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামা। চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের দেশটির একটি দ্বীপের সাগরতীর ধরে হেঁটে যাচ্ছিলেন দুই ভাই। তাঁদেরই একজন বালুর নিচে খুঁজে পান একটি বোতল। বোতলটির ভেতরে কাগজে লেখা ছিল কিছু বার্তা। আর ওই বার্তাগুলো লেখা হয়েছিল প্রায় ৫০ বছর আগে।

ওই দুই ভাইয়ের নাম ক্লিন্ট বাফিংটন ও ইভান বাফিংটন। সাগরতীরে নানা জিনিসপত্র খুঁজে বের করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। সপ্তাহ কয়েক আগে বোতলটি খুঁজে পান তাঁরা।

সাগরের স্রোতে বহুদূর থেকে ভেসে আসা বোতলটি প্রথম খুঁজে পান ইভান বাফিংটন। ক্লিন্ট বলেন, ‘হঠাৎ আমি শুনতে পেলাম, আমার ওয়াকিটকিটি সরব হয়ে উঠল। আর আমার ভাই অনেকটা এমনভাবে বলল, “এইমাত্র আমি যা পেয়েছি, তা তুমি বিশ্বাস করতে পারবে না।”’

বালুর নিচে খুঁজে পাওয়া বোতলটি ছিল কোমল পানীয় পেপসির। সেটির ভেতরে শতাধিক বার্তা লেখা ছিল। ১৯৭৬ সালে সেগুলো লিখেছিল ১৪ বছর বয়সী কিশোর পিটার আর টম্পসন। তখন সে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্ট নিউবেরি শহরের একটি স্কুলের ছাত্র। স্কুলে সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করছিল। তার লেখা বার্তা অনুযায়ী, বোতলটি সাগরে ফেলেছিল মার্কিন কোস্টগার্ড।

নানা সূত্র মিলিয়ে বার্তাগুলোর লেখক পিটার আর টম্পসনকে খুঁজে বের করেছেন বাফিংটন ভাইয়েরা। তিনি বেঁচে আছেন। কৈশোর ছাড়িয়ে পিটার এখন প্রৌঢ়। বার্তাগুলোর কথা এখন তাঁর আর মনে নেই। তবে স্কুলে সমুদ্রবিদ্যার ক্লাসগুলো ভালোভাবেই স্মরণ করতে পারেন তিনি।

পিটার বলেন, এটি অসাধারণ। প্রায় ৫০ বছর পেরিয়ে গেছে। তাই এটি অবাক হওয়ার মতো।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গরমে ত্বকে টোনার ব্যবহার কেন জরুরি ?

গরমের দিনে ঘাম,ধুলা, দূষণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এ সময় বাইরে বের হলে ত্বকে সানস্ক্রিন ব্যবহার খুবই জরুরি। এর পাশাপাশি এই মৌসুমে ত্বকের পরিচর্যায় স্কিন মিস্ট এবং স্কিন টোনার প্রয়োজন। ত্বকে আর্দ্র বজায় রাখতে সাহায্য করে এই দুই উপকরণ। এছাড়াও ত্বক সতেজ রাখতে সাহায্য করে এই দুই পদ্ধতি। বাড়িতেই খুব সহজে আপনি ফেস মিস্ট এবং স্কিন টোনার বানিয়ে নিতে পারবেন। তাহলে কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না। এই দুই পদ্ধতি র‍্যাশ, চুলকানি, ইনফেকশন,ত্বক লালচে হয়ে যাওয়া, জ্বালাভাব দূর করতে সাহায্য করে। 

যেভাবে বানাবেন ফেস মিস্ট ও টোনার 

গোলাপজল: বাজারে অনেক কোম্পানিরই গোলাপজল কিনতে পাওয়া যায়। বাড়িতে পানির মধ্যে গোলাপের পাঁপড়ি দিয়ে হালকা আঁচে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে পানি ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। মেকআপ করার আগে হোক, ফেসওয়াশ ব্যবহারের পর, বাড়ির বাইরে থাকলেও তুলোর মধ্যে অল্প করে এই তরল স্প্রে করে নিয়ে ভালভাবে মুখ মুছে নিন। এতে ত্বক থাকবে আর্দ্র, মোলায়েম। ত্বকে আসবে সজীবতা। 

শসা, পুদিনা পাতা: ছোট ছোট টুকরো করে শসা কেটে নিন। পানির মধ্যে পুদিনা পাতা আর এই শসার টুকরো দিয়ে রেখে দিন স্প্রে বোতলে। ফেস মিস্ট হিসেবে দারুণভাবে কাজ করবে এই উপকরণ। অনেকে  ডিটক্স ড্রিঙ্ক হিসেবেও এই পানীয় খেয়ে থাকেন নিয়মিত। গরমের সময় এই পানীয় খেতে পারলে শরীর ঠান্ডা থাকবে এবং শরীরের ভিতরে জমে থাকা যাবতীয় টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যাবে। যার ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার হবে।

গ্রিন টি এবং ক্যামোমাইল টি : এই দু'ধরনের চায়ের টি-ব্যাগ পানিতে ফুটিয়ে নিন। চাইলে গরম পানিতে টি-ব্যাগ ডুবিয়ে রাখতে পারেন। এরপর ওই মিশ্রণ ঠান্ডা করে ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। গ্রিন টি এবং ক্যামোমাইল টি থেকে থেকে দুই ধরনের তরল আপনি টোনার এবং ফেস মিস্ট দু'ভাবেই ব্যবহার করতে পারবেন। এই উপকরণ ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করবে । নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে ত্বক হবে আর্দ্র, মোলায়েম এবং উজ্জ্বল। ত্বকে সজীবতা বজায় রাখতেও সাহায্য করে এই মিশ্রণ। 

সম্পর্কিত নিবন্ধ