পরমাণু শক্তি কমিশনে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধের দাবি
Published: 23rd, April 2025 GMT
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও পরমাণু শক্তি কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
লিখিত বক্তব্যে পরমাণু বিজ্ঞানী সংঘের সভাপতি এ এম এস সাইফুল্লাহ বলেন, পরমাণু শক্তি কমিশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নীতি অনুসরণ করে চলে। বর্তমানে ৬০০ বিজ্ঞানীসহ আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত। বিগত সরকারের চাপিয়ে দেওয়া আইবিএএস সিস্টেমে প্রবেশ না করায় অর্থছাড় বন্ধ রয়েছে। ফলে আমাদের কারও মার্চ মাসের বেতন-ভাতা হয়নি। পেনশন প্রাপ্তিসহ গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তিনি বলেন, পারমাণবিক বিজ্ঞান সংশ্লিষ্ট গবেষণা এবং এ-সংক্রান্ত প্রকল্প, তার পরিচালন ব্যয়সহ সব তথ্য সংবেদনশীল। আইবিএএস একটি সর্বজনীন সিস্টেম। এটি ভারতীয় সফটওয়্যার, যেটির সার্ভার চেন্নাই থেকে নিয়ন্ত্রণ করা হয়। সুতরাং এ সিস্টেমে অন্তর্ভুক্ত করতে বাধ্য করার প্রচেষ্টা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
সংবাদ সম্মেলনে বলা হয়, মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ ও কর্তৃত্ববাদী আচরণে কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন নানা সুবিধা থেকে বঞ্চিত। বিজ্ঞানীদের বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে বাধা দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হলেও, মন্ত্রণালয়ে দোসর আমলারা বিজ্ঞানীদের বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জিও দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইসমাইল হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল আরেফিন প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পরম ণ
এছাড়াও পড়ুন:
কাশ্মিরে হামলার পর সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরলেন নরেন্দ্র মোদি
ভারত শাসিত জম্মু-কাশ্মিরে হামলায় ২৫ জন নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা।
এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলেও খবর পাওয়া যাচ্ছে।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ হামলায় ২৫ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। মঙ্গলবারের এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
এনডিটিভি বলছে, মোদি বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। তার সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মিরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান।
সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এ হামলার নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসবিরোধী সহযোগিতায় ভারত ও সৌদি আরব একসাথে কাজ করছে।
এদিকে দেশে ফিরে মোদি আজ দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। ওই বৈঠকে কাশ্মির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নিন্দা জানিয়েছেন এবং মোদির সঙ্গে ফোনে কথা বলবেন বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, কাশ্মির থেকে আসা খবরে আমরা শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।