বাংলাদেশ পুলিশের নতুন মনোগ্রাম বা লোগো এবং ইউনিফর্মের বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন লোগোতে রয়েছে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, দুই পাশে ধান ও গমের শীষের ছবি। উপরের অংশে তিনটি পাটপাতা যুক্ত, নিচে লেখা ‘পুলিশ’। 

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন পুলিশের পোশাক, যানবাহন, সাইনবোর্ড, স্থাপনা ও নথিপত্রসহ সব কিছুতেই এই লোগো ব্যবহার করতে হবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়ে এর আগেই পুলিশের সব ইউনিটে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জেলা বা ইউনিটের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে পরিবর্তিত লোগো ব্যবহারের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, পুলিশের নতুন লোগোতে বাদ দেওয়া হয়েছে পাল তোলা নৌকা। লোগোর পাশাপাশি নতুন পোশাকের বিশদ বর্ণনাও রয়েছে প্রজ্ঞাপনে।

ক্ষমতার পটপরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। পরদিন পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

লিগ জয় থেকে আর কত ম্যাচ দূরে বার্সেলোনা

লা লিগার শিরোপা লড়াইয়ে প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো। একটা ভুলেই যেখানে এলোমেলো হয়ে যেতে পারে শিরোপা স্বপ্ন। তেমনই এক ম্যাচে গতকাল রাতে মায়োর্কাকে ১–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার জয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে একমাত্র গোলটি করেছেন দানি ওলমো।

এই জয়ের পর তালিকার ২ নম্বরে রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। তবে আজ রাতে হেতাফের বিপক্ষে জয় পেলে আবারও সেই ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে আনতে পারবে রিয়াল। এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল–বার্সা খেলবে আগামী ১১ মে। এল ক্লাসিকোতে সেদিন একে অপরের মুখোমুখি হবে তারা।

সেই ম্যাচ জিতলে বার্সার শিরোপা একরকম নিশ্চিতই হয়ে যাবে। আর রিয়াল যদি জেতে, তবে তারা বার্সার সঙ্গে লড়াইটা শেষ পর্যন্ত জমিয়ে রাখতে পারবে। তবে এল ক্লাসিকোর ওপর মনোযোগ দিলেই অবশ্য চলবে না। বাকি ম্যাচগুলোতে জয় যেন কোনোভাবে হাতছাড়া না হয়, সেটিও নিশ্চিত করতে হবে দুই দলকে।

আরও পড়ুনবার্সেলোনাকে হারিয়েই জোড়া শিরোপা জিততে চান আনচেলত্তি৯ ঘণ্টা আগে

এখন কাগজে–কলমের হিসাবে আসা যাক। রিয়াল যদি আজ রাতে হেতাফে ও ৪ মে সেল্তা ভিগোর বিপক্ষে জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৩৪ ম্যাচে ৭৫। অন্যদিকে বার্সা যদি ৩ মে ভায়াদোলিদকে হারায়, তবে তাদের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭৯। অর্থাৎ এল ক্লাসিকোতে সেই ৪ পয়েন্টে এগিয়ে থেকেই রিয়ালের মুখোমুখি হবে তারা।

আর ঘরের মাঠে রিয়ালকেও যদি হারাতে পারে, তবে ৩৫ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৮২, যা তাদের এগিয়ে দেবে ৭ পয়েন্ট। এরপর ১৫ মে কাতালান ডার্বিতে বার্সা মুখোমুখি হবে এস্পানিওলের। সেদিনও যদি বার্সা জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৩৬ ম্যাচে ৮৫।

আরও পড়ুনঅসাধারণ এক জয়ের পর বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা২০ এপ্রিল ২০২৫

সেই জয়ের পর আর কোনো হিসাব ছাড়াই শিরোপা নিশ্চিত করবে হান্সি ফ্লিকের দল। অর্থাৎ লা লিগায় পরবর্তী ৩ ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার। আর রিয়াল যদি এর মধ্যে নিজেদের অন্য ম্যাচগুলোয় হোঁচট খায়, তবে বার্সার শিরোপা নিশ্চিত হতে পারে আরও আগে।

গতকাল রাতে বার্সার ন্যূনতম ব্যবধানের জয় অবশ্য ম্যাচের সঠিক চিত্র তুলে ধরতে পারছে না। মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে বার্সা ৭৮ শতাংশ বল দখল রেখে সব মিলিয়ে শট নিয়েছিল ৪০টি। ১২টি ছিল লক্ষ্যে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটির বেশি গোল পায়নি কাতালান ক্লাবটি।

শিরোপার আরেকটু কাছে বার্সা

সম্পর্কিত নিবন্ধ