সিলেট টেস্টের ফলাফল নিয়ে চর্চা শুরু হয়ে গেছে গতকালই। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের প্রতিনিধি মুমিনুল হক আর জিম্বাবুয়ের প্রতিনিধি মুজারাবানির কাছে জানতে চাওয়া হয়েছিল জয়-পরাজয়ে কত রানের ভূমিকা থাকবে। মুমিনুল ২৭০ থেকে ৩০০ রানকে নিরাপদ লিড দাবি করেন। মুজারাবানির মতে, ২০০ রানের টার্গেট তাড়া করা সম্ভব। সেক্ষেত্রে বাংলাদেশকে ২৮২ রানের মধ্যে বেঁধে ফেলতে হবে জিম্বাবুয়েকে। সেখানে নিরাপদ লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৩৮২ রান। অর্থাৎ আজ চতুর্থ দিন ছয় উইকেটে আরও ১৮৯ রান করতে হবে নাজমুল হোসেন শান্তদের। খুব ভালো ব্যাটিং করতে না পারলে এ রান করা চ্যালেঞ্জিং। সেদিক থেকে দেখলে সিলেট টেস্ট পেন্ডুলামের মতো দুলছে।
১ উইকেটে ৫৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন ৩ ঘণ্টা ২০ মিনিট ব্যাটিং করে সে স্কোর নিয়ে গেছে ১৯৪ রানে। ৪৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় দুপুর ১টায় তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায়। সেশন নির্ধারণ করা হয়েছিল ২ ঘণ্টা ২০ মিনিট করে। আলোস্বল্পতা দেখা দেওয়ায় ১ ঘণ্টা কম খেলা হয়। বিকেল ৫টায় দিনের খেলা শেষ করেন ম্যাচ অফিসিয়ালরা। আজ ১৫ মিনিট আগে সকাল পৌনে ১০টায় চতুর্থ দিনের খেলা শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালাতে চান আম্পায়াররা।
সোমবারের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় (২৮) আর মুমিনুল হক (১৫) দিন শুরু করে বেশিক্ষণ জুটি অক্ষত রাখতে পারেননি। ১৯.
তারা। শান্ত ১০৩ বলে ৬০ রান করেছেন। টেস্টের পঞ্চম হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে নিয়ে যেতে চাইবেন টাইগার অধিনায়ক। কারণ এ জুটির ওপর নির্ভর করছে ইনিংসের ভবিষ্যৎ।
মুমিনুল হকের মতে, ‘টার্গেট ৩০০ রানের উপরে দিলে ভালো। ৩০০ না হলেও ২৭০ থেকে ২৮০ রান করতে হবে।’ বাকি ছয় উইকেটে এ লক্ষ্য দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। কারণ টেলএন্ডে বোলাররা রান করতে পারেন। তিনি বলেন, ‘এসব জায়গায় আমাদের আরেকটু ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে। কালকে সকালে কঠিন হতে পারে। ক্রাঞ্চ মোমেন্টে আমাদের আরও লম্বা সময় মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। ভালো জুটি গড়তে পারলে তিনশর কাছাকাছি যাওয়া সম্ভব।’ নিয়মিত ব্যাটাররা ব্যর্থ হয়ে রানের জন্য অপেক্ষা করেন বোলারদের ওপর। অথচ হওয়ার কথা উল্টো। ব্যাটাররা বড় ইনিংস গড়ে বোলারদের স্বস্তিতে ব্যাট করার সুযোগ দেবেন। কিন্তু তা হচ্ছে না। মুমিনুল স্বীকার করেছেন, সম্প্রতি ব্যাটিং ইউনিট বোলিং ইউনিটের মতো ভালো করতে পারছে না। জিম্বাবুয়ের মতো দ্বিতীয় টায়ারের টেস্ট দলের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছে। অথচ বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপেই দুই বছরে ১২টি টেস্ট খেলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দলই খাবি খাচ্ছে জিম্বাবুয়ের কাছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)
সিলেট টেস্ট–৪র্থ দিন
বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ৯–৪৫ মি., বিটিভি
আবাহনী–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস
মোহামেডান–গুলশান
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
অগ্রণী ব্যাংক–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
সানরাইজার্স হায়দরাবাদ–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
মুলতান সুলতানস–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৯টা, নাগরিক টিভি
আর্সেনাল–ক্রিস্টাল প্যালেস
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
হেতাফে–রিয়াল মাদ্রিদ
রাত ১–৩০ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ