ফ্রিল্যান্সার সেবায় ব্যাংক অ্যাকাউন্ট
Published: 22nd, April 2025 GMT
সারাদেশে ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত ১০ লক্ষাধিক তরুণ-তরুণীর জন্য বৈদেশিক অর্থ গ্রহণের প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চালু করেছে ‘ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’। ব্যাংক হিসাব খোলা থেকে সবকিছুই হবে ডিজিটাল পদ্ধতিতে।
বিদেশি অর্থ ও টাকায়– দু’ভাবেই হিসাব খোলা হবে। আয়ের ৩৫ শতাংশ অর্থ বিদেশি অর্থে আর ৬৫ শতাংশ টাকা হিসেবে জমা হবে। জমার বিপরীতে ফ্রিল্যান্সাররা ডেবিট কার্ডের সুবিধা পাবেন, যা দিয়ে দেশে-বিদেশে খরচ করা যাবে। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট গ্রাহকরা ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা পাবেন।
উদ্যোক্তারা জানান, ফ্রিল্যান্সাররা ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন, যা খুলতে কোনো প্রারম্ভিক অর্থ জমা দিতে হবে না। অন্যদিকে, অ্যাকাউন্টে লেনদেন ও অন্যসব কার্যক্রম ব্যাংকে না গিয়ে অ্যাপ থেকেই করা যাবে।
বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা.
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা সারাবিশ্বে কাজ করছেন। তারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন। এমন অবদানকে সম্মান জানাতেই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করার উদ্যোগ নিয়েছি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব বলেন, বাংলাদেশে প্রথম এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছি। আমাদের ব্যাংকিং নেটওয়ার্ক শুধু দেশে নয়, আফ্রিকা থেকে শুরু করে সারাবিশ্বে ছড়ানো। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট উদ্ভাবনী সেবার ধারাবাহিকতায় নতুন সংযোজন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।
সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।
সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।
দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪