‘ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা’– প্রায় সাড়ে তিনশ বছর আগে কথাটি বলেছিলেন ফরাসি দার্শনিক র্যনে দেকার্ত। প্রযুক্তির দাপটে সময় বদলেছে, বদলেছে জীবনধারা। এখন সবই হাতের মুঠোয়, কিন্তু বইয়ের প্রতি আগ্রহ যেন কমেই চলেছে– বিশেষত তরুণদের মাঝে।
রাজবাড়ীর প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিরা মনে করেন, তরুণ প্রজন্মের বইবিমুখতার অন্যতম কারণ মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি। অথচ নিজেকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই।
একসময় বিকেল হলেই পাঠকের ভিড়ে মুখর থাকত শতবর্ষী রাজবাড়ী পাবলিক লাইব্রেরি। গত সোমবার সন্ধ্যায় এ লাইব্রেরিতে গিয়ে দেখা যায়, কয়েকজন পাঠক আছেন। সবাই পত্রিকা পড়ছেন। লাইব্রেরিয়ান বদিউল আলম বুলবুল জানান, এ লাইব্রেরির আজীবন সদস্য ১০৫ জন, সাধারণ সদস্য ১৩৫ জন। এমন একটা সময় ছিল যখন প্রতিদিন লাইব্রেরির সদস্যরা বই লেনদেন করত। ২০১৮ সালের পর থেকে তা আর হচ্ছে না।
রাজবাড়ী সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা যায় প্রায় ৪০ জন পাঠক। তারা মূলত পত্রিকা, একাডেমিক বই বা চাকরির জন্য সহায়ক বই পড়ছেন, তথ্য সংগ্রহ করে নোট নিচ্ছেন। মাত্র একজনকে দেখা গেল উপন্যাস পড়তে।
গণগ্রন্থাগারের রিডিং হল অ্যাসিস্ট্যান্ট মো.
রাজবাড়ী সরকারি কলেজের লাইব্রেরিতে গিয়ে কথা হয় বুক শর্টার নুরুন্নাহারের সঙ্গে। জানালেন, তাদের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ২১ হাজার ২৫৬। একাডেমিক বইয়ের সংখ্যাই বেশি। সাহিত্যের বই আছে দুই হাজারের মতো। প্রতিদিন গড়ে একশ ছাত্রছাত্রী আসে মূলত একাডেমিক বই পড়তে। গল্প-উপন্যাসের পাঠক শতকরা দুই-তিনজন হতে পারে।
বই বেচাকেনা কমেছে ব্যবসা প্রতিষ্ঠানেও। রাজবাড়ী শহরের শামীম লাইব্রেরির স্বত্বাধিকারী সৈয়দ মোকাদ্দেস আলী সাগর বলেন, পাঁচ বছর ধরে গল্প-উপন্যাসের বেচাকেনা একবারেই কম। আগে যেমন স্কুল-কলেজের ছেলেমেয়েরা বই কিনত, এখন সেভাবে কেনে না। অনেকেই ইন্টারনেট থেকে বই সংগ্রহ করে নিচ্ছেন।
বই পড়া নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা কী– এমন প্রশ্নে রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রী নাবিলা রহমান বলে, পাঠ্যবইয়ের বাইরে অন্য বই খুব একটা পড়া হয় না। কিন্তু সে এটা বোঝে যে, নিজেকে সমৃদ্ধ করতে বই পড়া খুব জরুরি।
বই চর্চা কেন জরুরি– এ প্রসঙ্গে রাজবাড়ী জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, বইয়ের মাধ্যমে আমরা অতীত জানি, বর্তমান ধরে রাখি, সুদূরের পরিকল্পনা করি।
আরেক প্রবীণ ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তীর মতে, মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তি তরুণদের বই থেকে দূরে ঠেলে দিচ্ছে। অথচ বই-ই সুকোমল বৃত্তি, মানবিকতা, যুক্তিবোধ ও বিজ্ঞানমনস্কতা বিকাশের প্রধানতম মাধ্যম।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।
সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।
সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।
দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪