এনসিসি ব্যাংকের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু
Published: 22nd, April 2025 GMT
ফ্রিল্যান্সারদের সহযোগিতার উদ্দেশ্যে এনসিসি ব্যাংক এনসিসি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে।
সম্প্রতি সিলেটের হবিগঞ্জে দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এনসিসি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার ও ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক সব ধরনের গ্রাহকের চাহিদা পূরণে এবং দ্রুততম সময়ে সর্বোত্তম ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ফ্রিল্যান্সারদের বিভিন্ন সুবিধা প্রদান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে নতুন এই প্রোডাক্টের কার্যক্রম শুরু করলো। বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার সুবিধাসহ নতুন এই সেবার মাধ্যমে ফ্রিল্যান্সাররা দেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারবে।”
ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, “দেশে প্রায় ৬ লাখ ৫ হাজার ফ্রিল্যান্সার রয়েছে। যারা প্রযুক্তি খাতে অবদান রেখে চলেছে। যার মাধ্যমে বছরে প্রায় এক বিলিয়ন ইউএসডি সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে সংযুক্ত হচ্ছে। প্রতি বছর এই ফ্রিল্যান্সারদের সংখ্যা বেড়েই চলেছে। দেশের অর্থনীতিতে এই ফ্রিল্যান্সারদের অবদানের কথা চিন্তা করে এবং তাদেরকে ফ্রিল্যান্সিং পেশায় আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য পারসোনাল লোন এবং ক্রেডিট কার্ডসহ বিভিন্ন সুবিধা সম্বলিত ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সেবাটি চালু করা হয়েছে।”
এই ফরেন কারেন্সি অ্যাকাউন্টটি ফ্রিল্যান্সারদের চাহিদা পূরণে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে সহায়ক হবে বলে তিনি।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ এনস স
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক আমিরুল মৃধাকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আমিরুল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুন ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে ধর্ষণের শিকার হয় শিশুটি। ওই দিন শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পর তার মামার দোকানে চিপস কেনার জন্য যায়। ওই সময় আমিরুল দোকানে উপস্থিত ছিলেন। তিনি শিশুটিকে কলোনির একটি হোস্টেলের পিছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির মা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মামলা করেন।
এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট। এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।