গাজীপুরে হত্যা মামলায় দীপু মনি-পলকসহ ৬ জন আদালতে, ডিম নিক্ষেপ
Published: 22nd, April 2025 GMT
গাজীপুরে গণ-অভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে মহানগরের গাছা থানায় দায়ের করা তিনটি মামলায় সাবেক ৩ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী, একজন সেনা ও এক ব্যাংক কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ তাদেরকে হাজির করা হলে, বিচারক ওমর হায়দার এসব মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দু’টি প্রিজনভ্যানে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও ডা.
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, তিনটি মামলার শুনানির দিন মঙ্গলবার ধার্য ছিল। সকালে ছয়জনকে কারাগার থেকে গাজীপুর আনা হয়। বেলা সোয়া ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ শুনানি শেষে আবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, গাছা থানার তিনটি হত্যা মামলায় আসামিদের গাজীপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। পরে হাজির করা আসামিদের তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দার গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর মকর ত হ জ র কর মন ত র
এছাড়াও পড়ুন:
ট্রাইব্যুনালে হাজির সালমান, আনিসুল, দীপু মনি, পলকসহ ১৯ জন
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংসদ সদস্য শাহজাহান খানসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি করবেন আজ।
ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে হাজির করার জন্য আজ ২০ এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে হাজির করার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তারা হলেন- বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম।