বাংলাদেশের বিপক্ষে কঠিন দিন, তবে এখনো ম্যাচে আছি: মুজারাবানি
Published: 22nd, April 2025 GMT
সিলেট টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ে নিজেদের করে নিয়েছিল। তবে দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে বৃষ্টি। বৃষ্টির দাপটের মধ্যেও বাংলাদেশ মন্দ লড়াই করেনি। আবার জিম্বাবুয়েকেও পিছিয়ে রাখার উপায় নেই। সফরকারী দলের পেসার ব্লেসিং মুজারাবানি অবশ্য স্বীকার করেছেন, বাংলাদেশের বিপক্ষে তাদের দিনটা সহজ ছিল না। তবে তিনি এও মনে করছেন, এখনো তারা ম্যাচে ভালোভাবেই টিকে আছেন।
“আজ আমাদের জন্য দিনটা কঠিন ছিল। বাংলাদেশ খুব ভালো লড়াই করেছে। তবুও আমরা ব্যাপারটা ইতিবাচকভাবে নিচ্ছি।”
নিজের শক্তির জায়গা নিয়ে তিনি বলেন, “বডিতে হার্ড লেংথ বল করাটাই আমার মূল অস্ত্র। আমি মনে করি না বাংলাদেশ শর্ট বলের বিপক্ষে বিশেষ দুর্বল। এটা আমার ১ নম্বর স্কিল।”
আরো পড়ুন:
জয়কে নিয়ে নিজেকেও কাঠগড়ায় তুলেছেন মুমিনুল
মুশফিকের হয়ে ‘ব্যাট’ করলেন মুমিনুল
জিম্বাবুয়ের লক্ষ্য নিয়ে তিনি আরও বলেন, “আদর্শ পরিস্থিতিতে আমরা চাইবো ২০০ রানের নিচে থামাতে। তবে রানের কথা না ভেবে আমাদের উচিত উইকেট নেওয়ার দিকে মনোযোগ দেওয়া। বাংলাদেশের উইকেট পাওয়া সহজ হবে না। আমাদের আরও বেশি নিয়ম মেনে খেলতে হবে।”
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে তিনি বলেন, “সে এখন দারুণ খেলছে। তবে ক্রিকেটে এমন হতেই পারে। আমরা আগামী দিনের জন্য আশাবাদী। আশা করছি ভালো জায়গা থেকে শুরু করতে পারবো।”
জিম্বাবুয়ের আরও বেশি টেস্ট ম্যাচ খেলা দরকার উল্লেখ করে মুজারাবানি বলেন, “আমাদের আরও বেশি ম্যাচ খেলা দরকার। যদি ভালো পারফর্ম করি, তাহলে আইসিসি আমাদের আরও ম্যাচ দেবে। সামনে বেশ কিছু টেস্ট রয়েছে, সেগুলোতে আমরা ভালো খেলতে চাই।”
শেষে আত্মবিশ্বাস নিয়ে বলেন, “আমরা এখনো ম্যাচে আছি। টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা, একেক দিন একেক রকম হয়। আমাদের বিশ্বাস আছে, আমরা এখনো এগিয়ে আছি।”
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র আরও ব র আরও
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক আমিরুল মৃধাকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আমিরুল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুন ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে ধর্ষণের শিকার হয় শিশুটি। ওই দিন শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পর তার মামার দোকানে চিপস কেনার জন্য যায়। ওই সময় আমিরুল দোকানে উপস্থিত ছিলেন। তিনি শিশুটিকে কলোনির একটি হোস্টেলের পিছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির মা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মামলা করেন।
এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট। এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।