প্রথম আলো পত্রিকায় নিয়োগ দেওয়া হবে, এমন ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা করা হচ্ছে দুটি ফেসবুক পেজ থেকে। ‘প্রথম আলো পত্রিকায় সাংবাদিক নিয়োগ চলছে’ এবং ‘প্রথম আলো পত্রিকায় নিয়োগ’ নামের দুটি ফেসবুক পেজ থেকে এমন বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই দুটি পেজের সঙ্গে প্রথম আলোর কোনো সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে গত রোববার ঢাকার তেজগাঁও থানায় প্রথম আলোর পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রথম আলো পত্রিকায় নিয়োগসংক্রান্ত তথ্যাদি অবশ্যই প্রথম আলো পত্রিকা, অনলাইন ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। এ ছাড়া প্রথম আলোর ডোমেইন নেমের (@prothomalo.

com) ই-মেইল ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রথম আলো থেকে যোগাযোগ করা হয় না।

জিডিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, (প্রতারণা ও জালিয়াতিতে যুক্ত) এ ধরনের পেজগুলো প্রথম আলোর সুনাম ক্ষুণ্ন করছে। আমরা বিশ্বাস করি, এ পেজগুলো কোনো অসদুদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।’

জিডিতে উল্লিখিত পেজ দুটি শনাক্ত করে তা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা হায়দার আলী প্রথম আলোকে বলেন, প্রথম আলোর পক্ষ থেকে করা জিডির তদন্ত চলছে। শিগগিরই প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল র ফ সব ক

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক আমিরুল মৃধাকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আমিরুল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুন ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে ধর্ষণের শিকার হয় শিশুটি। ওই দিন শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পর তার মামার দোকানে চিপস কেনার জন্য যায়। ওই সময় আমিরুল দোকানে উপস্থিত ছিলেন। তিনি শিশুটিকে কলোনির একটি হোস্টেলের পিছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির মা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মামলা করেন। 

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট। এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য। 

সম্পর্কিত নিবন্ধ