সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে। এতে প্রায় ৫৯৮ কোটি টাকা ব্যয় হবে। এলএনজি সরবরাহের এ কাজ পেয়েছে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ মঙ্গলবার অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে যোগ দিতে অর্থ উপদেষ্টা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে তিনি অনলাইনে এ সভায় অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, গণখাতে ক্রয় বিধিমালা, ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এ এলএনজি আমদানি করা হবে। এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। এ দফায় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়েছে ১২ দশমিক ৪৭৫ মার্কিন ডলার।

এর আগে গত ৫ মার্চ ক্রয় কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার দুটি প্রস্তাব অনুমোদন করেছিল। একটিতে দর ছিল প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৭৩ মার্কিন ডলার, আরেকটিতে দর ছিল প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৪৭ মার্কিন ডলার। সেই হিসাবে এখন দাম কিছুটা কম পড়ছে।

২০১৭ সালের মাঝামাঝি সময়ে তৎকালীন সরকার আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য আগ্রহী বিক্রেতা বা সরবরাহকারীদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সাড়া দিয়ে ২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। তাদের মধ্য থেকে ১৭টির সঙ্গে প্রথম দফায় মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) অনুস্বাক্ষর করা হয়।

তবে আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) পর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পেট্রোবাংলার সঙ্গে এমএসপিএ স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয় ১৪টি প্রতিষ্ঠানকে। পরে প্রতিষ্ঠানের সংখ্যা অবশ্য ২৩–এ উন্নীত হয়। ভিটল এশিয়া সেই ২৩টিরই একটি।

এলএনজি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দর প্রস্তাব আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। এর মধ্যে চারটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয় এবং সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় ভিটল এশিয়া। এ ছাড়া ক্রয় কমিটিতে ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক প্রকল্পে নিয়োজিত আইএলএফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, ইউএই পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ৩ লাখ টাকা ভেরিয়েশন প্রস্তাব অনুমোদিত হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ত ব অন ম দ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে ক্যাস্ট্রলের পরিবেশক হিসেবে নিয়োগ পেল রক এনার্জি

রক এনার্জি লিমিটেডকে পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল। এর ফলে দেশের বাজারে ক্যাস্ট্রলের পণ্য আরও সহজে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশে ক্যাস্ট্রলের যাত্রা শুরু হয় ২০০১ সালে। দীর্ঘ সময় ধরে এই ব্র্যান্ড এখানকার গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রক এনার্জির সঙ্গে এই অংশীদারি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তেল ও গ্যাস ব্যবসায় রক এনার্জির তিন দশকের বেশি অভিজ্ঞতা আছে। খবর বিজ্ঞপ্তি।

ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে এই বিষয়ে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের সরাসরি বিতরণের ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে চাই। এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হবে এবং বাংলাদেশে ক্যাস্ট্রল ব্র্যান্ড আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।’

রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিম চৌধুরী বলেন, ‘ক্যাস্ট্রলের মতো বিশ্বস্ত লুব্রিক্যান্ট ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত মানের পণ্য সরবরাহ করতে সক্ষম হব। একই সঙ্গে জ্বালানি সরবরাহব্যবস্থায় আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রক এনার্জি বাংলাদেশে ক্যাস্ট্রলের খুচরা আফটারমার্কেট বিতরণ বৃদ্ধি করবে এবং দেশব্যাপী ক্যাস্ট্রল ব্র্যান্ডের ওয়ার্কশপ স্থাপন করবে।

ক্যাস্ট্রল ও রক এনার্জির এই সহযোগিতা নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং ক্যাস্ট্রলের উন্নত মানের পণ্য এখন থেকে আরও সহজে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • এলএনজি সরবরাহের জন্য সমঝোতা স্মারক নবায়নের প্রতিশ্রুতি কাতারের
  • টিসিবির জন্য দুই কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কিনবে সরকার
  • জ্বালানি মন্ত্রণালয়ের দুই প্রস্তাব অনুমোদন, ব্যয় ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকা
  • বাজারে খুলনার তরমুজ বেশি, চিনবেন কীভাবে
  • চীনের ফেরত দেওয়া বোয়িং কিনতে চায় ভারত
  • বাংলাদেশে ক্যাস্ট্রলের পরিবেশক হিসেবে নিয়োগ পেল রক এনার্জি
  • কাতারের সঙ্গে শ্রমবাজার ও ভিসা ইস্যুতে আলোচনা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • গ্যাসে ৭৫ কোটি ডলারের বকেয়া কমে এখন ২৪ কোটি ডলার
  • প্রধান উপদেষ্টার কাতার সফরে গুরুত্ব পাবে কী কী