যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাস থেকে তেল চুরির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলমকে আহ্বায়ক এবং পরিবহন দপ্তরের সহকারী রেজিস্ট্রার এস এম হাসান আলীকে সদস্য সচিব করা হয়েছে।

আরো পড়ুন:

যবিপ্রবির বাসের চুরি করা তেল বিক্রি হয় ৯০ টাকা দরে

তেল ও চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন

কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পরিবহন প্রশাসক ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো.

রবিউল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজুল ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান ।

এ কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ভোরে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ‘শাপলা’ বাস থেকে প্রায় ৬১ লিটার চুরি করা ডিজেল জব্দ করেন। বাসের চালক ও হেলপার তেল চুরির এ ঘটনার স্বীকারোক্তি দেন।

অভিযুক্তরা জানান, প্রায় ১২ বছর ধরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ড্রাইভাররা এ চুরিতে জড়িত। চুরি করা তেল প্রতি লিটার ৯০ টাকা দরে বিক্রি করেন তারা।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

লা ডেলিশিয়ার আউটলেট

এক দিনে নতুন দুটি শাখার উদ্বোধন করেছে বেকারি ব্র্যান্ড ‘লা ডেলিশিয়া’। শাখা দুটির একটি বনশ্রী (প্লট-এম, রোড-৮, ব্লক-এল, দক্ষিণ বনশ্রী), অন্যটি মিরপুর ২-এ (অ্যাভিনিউ ৩, হাজী রোড, ব্লক-এ, ঢাকা কমার্স কলেজের বিপরীতে)। আধুনিক ডাইন-ইন পরিবেশ ও দ্রুত টেকঅ্যাওয়ে সুবিধাসমৃদ্ধ এসব আউটলেট প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। 
উদ্বোধনী অনুষ্ঠানে ডেলিশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘প্রতিটি নতুন আউটলেট আমাদের জন্য একটি নতুন এলাকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ। বনশ্রীতে আমাদের নতুন যাত্রা সেই সম্পর্ককে আরও গভীর ও আন্তরিক করার একটি পদক্ষেপ। আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি পণ্যে বিশ্বমানের স্বাদ, সতেজতা এবং স্বাস্থ্যবিধির প্রতি দায়িত্ববোধ বজায় রাখতে। গ্রাহকের আস্থা আমাদের সবচেয়ে বড় অর্জন।’
নতুন আউটলেটগুলোয় থাকছে লা ডেলিশিয়ার স্বাক্ষর, সব আইটেম ক্ল্যাসিক ও কাস্টমাইজড কেক, ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিসান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি। লা ডেলিশিয়া দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘লা রিভ’-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে ঢাকায় বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির আটটি আউটলেট সফলভাবে পরিচালিত হচ্ছে। গ্রাহকরা লা ডেলিশিয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারবেন তাদের পছন্দের কেক ও বেকড আইটেম। 

সম্পর্কিত নিবন্ধ