বন্দরে একটি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও মুহুর্তের মধ্য আগুন ছড়িয়ে পরে গোডাউনে রক্ষিত ঝুট পুড়ে কমপক্ষে ১৬ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ঝুট ব্যবসায়ী  মিম্বর হোসেন এ কথা জানিয়েছে। 

তবে কিভাবে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে তা তাৎক্ষনিক জানা যায়নি। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর রাত ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ এডঃ মাহামুদার ভাড়াটিয়া গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসী সহযোগিতায় কমপক্ষ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে জুট ব্যবসায়ী মিম্বর গণমাধ্যমকে আরো জানায়, আমি দীর্ঘ দিন ঝুট ব্যবসা করে আসছি।

ব্যবসায়ী বিরোধসহ পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারী রাতের আধারে  আমার ঝুটের গোডাউনে অগ্নিসংযোগ করে ১৬ লাখ টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায়  বন্দর থানায় লিখিত দায়েরের প্রস্তুতি চালাচ্ছি।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। অগ্নিকান্ডের কারন জানার জন্য  আমাদের তদন্ত অব্যহত আছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি, এসএসসি পাসে আবেদন, ভর্তি পরীক্ষা ২০০ নম্বরে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) অধিভুক্ত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে লেভেল-১, টার্ম-১–এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক পরিচালিত হয়ে থাকে।

* বিভাগ ও আসনসংখ্যা

১. ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ৪০টি

২. অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৪০টি

* আবেদনের যোগ্যতা

১. এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষায় ৫.০০–এর স্কেলে কমপক্ষে জিপিএ–৩.৫০ থাকতে হবে।

২. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন জুট টেকনোলজি/ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং কোর্সের পরীক্ষায় ৪.০০–এর স্কেলে কমপক্ষে সিজিপিএ–২.৭৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

৩. উল্লিখিত কোর্সগুলোর পরীক্ষায় ২০২১, ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সেক্টর করপোরেশনে শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

৪. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর হতে চান, ফরম জমা ৩০ এপ্রিল পর্যন্ত২৭ মার্চ ২০২৫

* ভর্তি পরীক্ষার বিস্তারিত

১. আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

২. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৬ এপ্রিল ২০২৫, শনিবার। সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত।

৩. ভর্তি পরীক্ষার স্থান: নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সাহেপ্রতাব, নরসিংদী।

৪. ফলাফল প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫। কলেজ ওয়েবসাইট www.bhb.gov.bd ও www.bheti.portal.gov.bd ।

৫. ভর্তির তারিখ: মেধাতালিকা থেকে ভর্তি ২৭ থেকে ২৮ এপ্রিল ২০২৫। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৯ এপ্রিল ২০২৫।

৬. ক্লাস শুরুর তারিখ: ৩০ এপ্রিল ২০২৫।

* ভর্তি পরীক্ষার নিয়মাবলি

১. ভর্তি পরীক্ষা মোট ২০০ নম্বরের MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

২. প্রশ্নপত্রে ১০০টি MCQ প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ২, প্রতি প্রশ্নে ৪টি উত্তরের অপশন থাকবে।

৩. পরীক্ষার সময়: ১ ঘণ্টা ২০ মিনিট।

আরও পড়ুনবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্সের সুযোগ১৭ এপ্রিল ২০২৫* ভর্তি পরীক্ষার বিষয় ও পাঠ্যক্রম

১. ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং এবং গার্মেন্টস ও ক্লথিং টেকনোলজি বিষয়ের ওপর মোট (৪x৩০)=১২০ নম্বর এবং গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট (৪x২০) = ৮০ নম্বরের প্রশ্ন থাকবে। মোট ২০০ নম্বর।

২. ভর্তি পরীক্ষা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন জুট টেকনোলজি/ ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি কোর্সের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সর্বশেষ পাঠ্যক্রম অনুযায়ী অনুষ্ঠিত হবে।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bheti.portal.gov.bd

আরও পড়ুনএসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়১৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি
  • সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ
  • নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি, এসএসসি পাসে আবেদন, ভর্তি পরীক্ষা ২০০ নম্বরে