বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, “নেগেটিভ ইক্যুইটি পুঁজিবাজারের ক্যানসার। যত দ্রুত সম্ভব এর সমাধান করা প্রয়োজন।”

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটি কমিশন ভবনে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতৃত্বে শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে বিএসইসির পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

পাঁচ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

সিএসইয়ে ইডিইউর শিক্ষার্থীদের সফর

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে পুঁজিবাজারের ডিবিএর নেতৃত্বে শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বিএসইসির কর্মকর্তারা এবং শীর্ষ ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে বৈঠকটি শুরু হয়।

অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়া বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, কমিশনার মো.

আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জসমূহসহ নেগেটিভ ইক্যুইটির বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সঠিক পরিকল্পনার মাধ্যমে নেগেটিভ ইক্যুইটির কার্যকর সমাধান বাস্তবায়নের কথা বলেন।

তিনি বলেন, “সব সংশ্লিষ্ট পক্ষ ও অংশীজনরা মিলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন। নেগেটিভ ইক্যুইটিকে যত দ্রুত সম্ভব এর সমাধান করা প্রয়োজন।”

ঢাকা/এনটি/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসইস র

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ বুধবার

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত আছে। এতে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর পুঁজিবাজারে গতিশীলতা ফিরে আসার প্রত্যাশায় ফের সক্রিয় হন বিনিয়োগকারীরা। তবে, দীর্ঘ আট মাসেও তা দৃশ্যমান না হওয়া বিনিয়োগকারীরা ক্ষুব্ধ। এমন পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

মঙ্গলবার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) সমন্বয়ক ও প্রধান মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিক রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজারে টানা দরপতনের কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে আগামীকাল বুধবার দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকল বিনিয়োগকারী ও অংশীজনকে এ বিক্ষোভ মিছিলের অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এদিকে গত ১৫ এপ্রিল বিএসইসি ও আইসিবির চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রোকারেজ হাউসের আর্থিক প্রতিবেদন তৈরিতে ছাড়
  • শেয়ারবাজারের ঋণাত্মক ঋণ হিসাব নিয়ে জটিলতা, সমাধানে বৈঠক
  • ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগে আইসিবির শর্ত শিথিল
  • পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ বুধবার
  • দর পতন থেকে বের হতে পারছে না শেয়ারবাজার
  • এডিএন টেলিকমের আইপিও অর্থের ব্যবহার ও বিনিয়োগ তদন্তের নির্দেশ
  • ইন্দো-বাংলা ফার্মার ব্যবসায়িক কার্যক্রম তদন্তে বিএসইসি
  • ‘জেড’ ক্যাটাগরিতে নামলো বাংলাদেশ ফাইন্যান্স
  • শেয়ারবাজারে কেন এত হতাশা