নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের জন্ম ঢাকায়। তবে তাঁর পৈতৃক ভিটা মুন্সীগঞ্জে। সেই জেলাতেই এবার গাইবেন তিনি। একই অনুষ্ঠানে তাঁর সঙ্গে গাইবেন বাবা ফেরদৌস ওয়াহিদও। শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার বটতলা মাঠে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। যেখানে অংশ নেবেন এক ঝাঁক শিল্পী। এর মধ্যে মূল আকর্ষণ হাবিব ওয়াহিদ ও খুরশীদ আলম। এ ছাড়া অভিনেতা ওমর সানী থাকবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘গান রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকতে হয়। এ কারণে গ্রামে যাওয়ার সময় খুব কম মেলে। দীর্ঘ ১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রাম মুন্সীগঞ্জে যাচ্ছি। যুব সমাজের উদ্যোগে এ আয়োজন হবে। প্রিয় মানুষদের গান শোনাব, এটা ভাবতেই ভালো লাগছে। সঙ্গে আমার বাবাও থাকবেন। বাবার সঙ্গে গান গাওয়ার আনন্দই আলাদা। সেটা খুব উপভোগ করি। আমার শ্রোতাপ্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করব। আশা করছি, জমজমাট একটি গানের আসর উপহার পাবেন দর্শকরা।’   

প্রসঙ্গত,  হাবিব সম্প্রতি বেশ কিছু মৌলিক গান করেছেন। সেগুলো ধীরে ধীরে প্রকাশ হবে। এ ছাড়া ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় একটি টিভি আয়োজনে অংশ নেবেন তিনি। শিগগিরই এটির প্রচার শুরু হবে চ্যানেল আইয়ে। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘ব্লু ইকোনমি’ বিষয়ক সেমিনার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘ব্লু ইকোনমি: আনলকিং দ্য পটেনশিয়াল অব ওশান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ’-শীর্ষক আন্তর্জাতিক সেমিনার হয়েছে। সোমাবার ঢাকা সেনানিবাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সভাপতিত্ব করেন মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।

সেমিনারের কি নোট পেপার উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের অধ্যাপক এবং ইউনেসকোর ওশান গভর্ন্যান্সের চেয়ার অধ্যাপক ড. পিয়েরে ফেইলার। চীনের ন্যাশনাল ওশান টেকনোলজি সেন্টারের ড. টেং জিন, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার অ্যাকুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক নাত্রাহ এফ বি মো. ইখসান এবং ফ্রেন্স গভর্নমেন্টাল এজেন্সি এর ওশানোগ্রাফি এক্সপার্ট ড. তনিয়া অ্যাস্ট্রিড ক্যাপুয়ানো প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে তিনটি প্যারালাল টেকনিক্যাল সেশনে চেয়ার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাপ্টেন কাজী আলী ইমাম, ড. এম এ ওহাব, ড. মো. সাদিকুল বারী ও ড. মোহাম্মদ নাজির হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ