আগুনে পুড়ল দুটি ট্রাক, অগ্নিদগ্ধ দুই শ্রমিক
Published: 22nd, April 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জে গ্যারেজের ওয়েল্ডিং মেশিনের আগুনে দুটি ট্রাক পুড়ে গেছে। এ সময় তানজিল ও জেহাদ নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার কালিগঞ্জ-যশোর সড়কের সুগার মিলের কাছে মল্লিকনগরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর দগ্ধ দু’জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তানজিলকে যশোরে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিকনগরে মেহেরান ট্রেডার্সের ওয়েল্ডিং মেশিনের পাশে দুটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। দুপুরে ওয়েল্ডিং করার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় পাশের একটি ট্রাকের তেলের ট্যাঙ্কে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন আরেকটি ট্রাকে ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সেখানে কর্মরত উপজেলার ভাতঘরা গ্রামের তানজিল ও সিংদহ গ্রামের জেহাদ দগ্ধ হন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে কয়েকটি ট্রাক ছিল। ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি ট্রাক পুড়ে যায়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আগুনে পুড়ল দুটি ট্রাক, অগ্নিদগ্ধ দুই শ্রমিক
ঝিনাইদহের কালীগঞ্জে গ্যারেজের ওয়েল্ডিং মেশিনের আগুনে দুটি ট্রাক পুড়ে গেছে। এ সময় তানজিল ও জেহাদ নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার কালিগঞ্জ-যশোর সড়কের সুগার মিলের কাছে মল্লিকনগরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর দগ্ধ দু’জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তানজিলকে যশোরে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিকনগরে মেহেরান ট্রেডার্সের ওয়েল্ডিং মেশিনের পাশে দুটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। দুপুরে ওয়েল্ডিং করার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় পাশের একটি ট্রাকের তেলের ট্যাঙ্কে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন আরেকটি ট্রাকে ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সেখানে কর্মরত উপজেলার ভাতঘরা গ্রামের তানজিল ও সিংদহ গ্রামের জেহাদ দগ্ধ হন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে কয়েকটি ট্রাক ছিল। ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি ট্রাক পুড়ে যায়।