অ্যামাজন ও ওয়ালমার্টকে ভারতের বাজারে পূর্ণ প্রবেশাধিকার দিতে চাপ দেবে যুক্তরাষ্ট্র
Published: 22nd, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যামাজন ও ওয়ালমার্টের মতো মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোকে ভারতের ই–কমার্স বাজারে পূর্ণ প্রবেশাধিকার দিতে দেশটির ওপর চাপ দেওয়ার চিন্তাভাবনা করছে। আজ মঙ্গলবার যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতে ১২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের ই–কমার্স বাজার রয়েছে।
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির আলোচনায় ই–কমার্সের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা। ওই আলোচনায় খাদ্য থেকে গাড়ি পর্যন্ত নানা খাত অন্তর্ভুক্ত থাকবে।
তবে ট্রাম্প প্রশাসন ভারতের কাছ থেকে কী ধরনের পদক্ষেপ আশা করছে, তা পত্রিকাটি বিস্তারিত জানায়নি।
অ্যামাজন ও ওয়ালমার্ট ভারতে তাদের স্থানীয় ইউনিটের মাধ্যমে কাজ করে। তবে তাদের পণ্য মজুত রাখা ও গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে, যা দেশীয় প্রতিষ্ঠান রিলায়েন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স সহজেই পণ্য মজুত করে রাখতে পারে এবং তাদের বিশাল রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারে।
অবশ্য অ্যামাজন ও ওয়ালমার্টের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।
ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, যার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের শুল্ক এড়ানো।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। নয়াদিল্লির কর্মকর্তারা আশা করছেন, ৯০ দিনের মধ্যে পাল্টা শুল্ক স্থগিত থাকার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানো যাবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভেঙে ফেলা হচ্ছে না, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কার করা হচ্ছে
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কারের কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। আর স্মৃতিসৌধ দেখভালের দায়িত্বে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
অবশ্য চলমান সংস্কারকাজের মধ্যে এ স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে স্মৃতিসৌধের ভিডিও শেয়ার করে বলছেন, সেটি ভেঙে ফেলা হচ্ছে।
গণপূর্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ‘ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প ১২ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়। সংস্কারের কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড। আগামী জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগের মিরপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, স্মৃতিসৌধের কাঠামোতে কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু পুরোনো ইট সরিয়ে নতুন ইট বসানো হচ্ছে। মূল বেদির নকশা আগে যা ছিল, তাই আছে। কোনো পরিবর্তন হচ্ছে না।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে দেখা যায়, কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা। ভেতরে গিয়ে দেখা যায়, স্মৃতিসৌধের বেদির দিকে ঢালু হয়ে নেমে আসা চারটি দেয়ালের মতো যে কাঠামো রয়েছে, সেগুলোর ইটের আস্তর যান্ত্রিক হাতুড়ি (হ্যামার ড্রিল) দিয়ে খোলা হচ্ছে। স্মৃতিসৌধের বেদির চারদিকে থাকা এমন চারটি দেয়ালের মধ্যে তিনটির আস্তর খোলার কাজ চলমান দেখা গেছে। স্মৃতিসৌধের সামনে এনে রাখা হয়েছে কংক্রিটের নতুন ব্লক।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সংস্কারকাজ করতে দেখা গেছে