যাত্রীবাহী বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা ২৯৪ যাত্রীর
Published: 22nd, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। উড্ডয়নের আগে আগুন লাগায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানটিতে থাকা ২৯৪ আরোহী। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমান থেকে বের হয়ে আসেন।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে আটলান্টাগামী ফ্লাইট ১২১৩-এর একটি ইঞ্জিন থেকে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়।
এয়ারবাস এ৩৩০ মডেলের উড়োজাহাজটিতে ২৮২ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। প্রাথমিকভাবে কেউ আহত হননি বলে জানিয়েছে এফএএ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির পেছন দিক থেকে আগুন বের হচ্ছে এবং যাত্রীরা দ্রুত স্লাইড দিয়ে বের হয়ে আসছেন।
অরল্যান্ডো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি র্যাম্প এলাকায় থাকাকালে ইঞ্জিনে আগুন ধরে। দ্রুত ফায়ার অ্যান্ড রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ডেল্টা জানিয়েছে, কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন প্রকৌশলীরা। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে নতুন উড়োজাহাজেরও ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে অনাকাঙ্খিত এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইন্স।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র আগ ন
এছাড়াও পড়ুন:
যাত্রীবাহী বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা ২৯৪ যাত্রীর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। উড্ডয়নের আগে আগুন লাগায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানটিতে থাকা ২৯৪ আরোহী। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমান থেকে বের হয়ে আসেন।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে আটলান্টাগামী ফ্লাইট ১২১৩-এর একটি ইঞ্জিন থেকে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়।
এয়ারবাস এ৩৩০ মডেলের উড়োজাহাজটিতে ২৮২ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। প্রাথমিকভাবে কেউ আহত হননি বলে জানিয়েছে এফএএ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির পেছন দিক থেকে আগুন বের হচ্ছে এবং যাত্রীরা দ্রুত স্লাইড দিয়ে বের হয়ে আসছেন।
অরল্যান্ডো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি র্যাম্প এলাকায় থাকাকালে ইঞ্জিনে আগুন ধরে। দ্রুত ফায়ার অ্যান্ড রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ডেল্টা জানিয়েছে, কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন প্রকৌশলীরা। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে নতুন উড়োজাহাজেরও ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে অনাকাঙ্খিত এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইন্স।