ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবি অযৌক্তিক আখ্যা বাকৃবি শিক্ষার্থীদের
Published: 22nd, April 2025 GMT
স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদদের অধিকার রক্ষা ও চলমান বৈষম্য নিরসনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এ সময় কৃষি ডিপ্লোমা ডিগ্রিধারীদের আট দফার মধ্যে অযৌক্তিক দাবির প্রতিবাদ জানান তারা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি উপাচার্যের বাসভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের আমতলায় এসে শেষ হয়। বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ক্লাস পরীক্ষা বর্জন করে আমাদের এমন আন্দোলন কেনো করতে হবে? ডিপ্লোমা ডিগ্রিধারীরা অযৌক্তিক দাবি তুলেছেন। ২০২৪ পরবর্তী সময়ে আবারো কেনো সংরক্ষিত আসনের কথা উঠবে। তারা খামার বাড়ি দখল করার মতো সাহস পায় কোথা থেকে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন দেশে বিশৃংখলা না করতে পারে।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড.
সবাবেশ শেষে শিক্ষার্থীরা বাকৃবি উপাচার্য বরাবর কৃষিবিদদের অধিকার রক্ষায় ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।
বিএসসি কৃষিবিদদের ছয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেন, “কৃষিবিদদের যৌক্তিক দাবির প্রতি সবসময় সমর্থন জানিয়ে এসেছি। ছয় দফা দাবি যথেষ্ঠ যৌক্তিক। আমি এর পূর্ণ সমর্থন জানাচ্ছি। যেকোনো সহযোগিতায় আমাকে তারা পাশে পাবে।”
ঢাকা/লিখন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাতটি ছানা ফেলে বিড়াল নিখোঁজ, মাইকিং করে ফেরত পেলেন মালিক
বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান জাতের বিড়ালকে খুঁজে পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির সাতটি দুধের ছানা রয়েছে। ছানাগুলোর প্রাণ বাঁচাতে গতকাল শনিবার রাতে আমতলী পৌর শহরে মাইকিং করেন তিনি। আজ রোববার সকালে কালে বিড়ালটির সন্ধান পাওয়া যায়।
গতকাল বেলা দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম স্কুলসংলগ্ন মো. শাহরিয়ার বাড়ি থেকে সানাউল্লাহর পোষা সাদা রঙের পার্সিয়ান বিড়ালটি বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ বিড়ালের বিষয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
সানাউল্লাহ বলেন, ‘প্রায় দেড় বছর বিড়ালটি বাসায় পালন করছি। ছানাগুলোর অবস্থা দেখে মনে হয়েছে, মা ছাড়া ওরা টিকতে পারবে না। তাই বাধ্য হয়েই মাইকিং করি।’
আজ রোববার সকালে সানাউল্লাহ বলেন, ‘গতকাল আমার পোষা বিড়ালটি আমতলী পৌর শহরের বটতলা এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়েছিল। ওই বাড়ির লোকজন বিড়ালটিকে আটক করে রাখে। রাতে বিড়ালের সন্ধানে মাইকিং করি। আজ সকাল আটটায় তাঁরা বিড়ালটি বাসায় নিয়ে আসেন। মাইকিং করার কারণেই বিড়াল ফিরে পেয়েছি।’