আলোকস্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল, শেষ ১৫ মিনিট কবে হবে
Published: 22nd, April 2025 GMT
১০৫ মিনিট পর ম্যাচ রেফারি, ম্যাচ কমিশনারসহ দুই দলের কোচ, ম্যানেজাররা নিজেদের মধ্যে আলাপ সেরে জানিয়ে দেন, আলোক স্বল্পতার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ম্যাচ আপাতত স্থগিত। পাশাপাশি এও জানানো হয়েছে, আজ যেখানে ম্যাচ শেষ হলো বাকি খেলা পুনরায় অন্য একদিন হবে।
যত দূর জানা গেছে, ম্যাচের অবশিষ্ট অংশের জন্য নতুন দিনক্ষণ বাফুফের লিগ কমিটি ঠিক করবেন। মূলত ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় ১০৫ মিনিট পর বাকি ১৫ মিনিটের খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি৷ সে ক্ষেত্রে নতুন কোনো দিন এই ১৫ মিনিটের জন্য দুই দল আবার লড়বে। তারপরও যদি স্কোর সমান থাকে তাহলে নিয়মানুযায়ী টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। কালবৈশাখীর কবলে পরে মাঝপথে ম্যাচ বন্ধ হওয়ার প্রভাবই পড়ল শেষ পর্যন্ত।
বিস্তারিত আসছে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চকলেট-কফি আইসক্রিমের রেসিপি
উপকরণ
চকলেট ১০০ গ্রাম, মাখন ১ চা-চামচ, হুইপড ক্রিম ১ কাপ, ১টি ডিমের সাদা অংশ, কফি পাউডার ১ চা-চামচ, কনডেন্সড মিল্ক ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, আইসিং সুগার ৩ টেবিল চামচ।
প্রণালি
একটি পাত্রে চকলেট ও মাখন নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে ১ মিনিট গরম করে নিন। বের করে ঠান্ডা করুন। অন্য একটি পাত্রে ক্রিম বিট করে এতে ডিমের সাদা অংশ মিশিয়ে আবার ভালোভাবে বিট করে নিন। এবার এতে একে একে বাকি সব উপকরণ দিয়ে আলতোভাবে মেশাতে থাকুন। সবকিছু ভালোভাবে মিশে নরম ও মসৃণ হয়ে এলে পুরো মিশ্রণ একটি বাক্সে নিয়ে ৮-১০ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। জমে এলে এরপর পরিবেশন করুন।
আরও পড়ুনমন খারাপ হলেই আইসক্রিম নয়১৭ নভেম্বর ২০২৩