তিন দিনেও সন্ধান মেলেনি মানিকছড়ি থেকে অপহৃত রবির দুই টেকনিশিয়ানের
Published: 22nd, April 2025 GMT
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল এলাকা থেকে মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবির দুই টেকনিশিয়ান অপহরণের তিন দিন পার হলেও এখনো তাদের সন্ধান মেলেনি।
শনিবার দুপুরে ময়ূরখীল এলাকায় বিকল টাওয়ার মেরামত করতে গিয়ে অপহৃত হন মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)। তারা দুজনই রবি নেটওয়ার্কের মেরামতকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
মাঠকর্মী মংথুই মারমা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাওয়ার মেরামতের কাজে তারা দু’জন উপস্থিত হন। কিছু সময় পর পার্শ্ববর্তী গচ্ছাবিল এলাকায় গেলে ফিরে এসে আর তাদের খুঁজে পাননি। মোবাইল ফোনেও তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
পরবর্তীতে রোববার দুপুরে মানিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন মাঠকর্মী মংথুই মারমা।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনার পরপরই আমরা তৎপর হয়েছি। অপহৃতদের উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত অপহৃতদের সন্ধান নিশ্চিত করে তাদের নিরাপদে উদ্ধার করতে হবে। তবে এখনো অপহরণকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২০ জন নিহত হওয়ার শঙ্কা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে আজ মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। এতে অন্তত ৫ জন পর্যটক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমের খবরে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন।
পহেলগামের বৈসারন উপত্যকায় তিনজন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। তবে ভারত সরকার হামলাকারীদের সন্দেহভাজন জঙ্গি বলে জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, এই হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেসিস্ট্যান্স’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। সামাজিক যোগাযোগমাধ্যমে গোষ্ঠীটি এই ঘোষণা দেয়। তবে বিষয়টি বার্তা সংস্থার পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সশস্ত্র গোষ্ঠীর হামলার খবর পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়িঘড়ি শ্রীনগর রওনা হয়েছেন। এর আগে তিনি টেলিফোনে কথা বলেন সৌদি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।
গণমাধ্যমের খবরে বলা হয়, রিসোর্টটিতে পৌঁছাতে গেলে হয় হেঁটে যেতে হয়, নয়তো ঘোড়ায়। নিরিবিলি পরিবেশ হওয়ায় ওই রিসোর্ট পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
ভারতে জঙ্গি হামলায় আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার, কাশ্মীর