রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
Published: 22nd, April 2025 GMT
রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬) ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (২৫)।
সোমবাব দিবাগত গভীর রাতে প্রথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিটন মিয়া রূপগঞ্জ উপজেলা বাঘবেড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলাম রফিক উপজেলার জাঙ্গীর গ্রামের দবির উদ্দিনের ছেলে।
রিটন মিয়া ও তার সহযোগিরা ২০২৩ সালে ২৮ আগষ্ট রাতে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমন মিয়াকে ৩০০ ফিট সড়কের পাশে বউরারটেক এলাকায় আগুনে পুড়িয়ে হত্যা করে।
এর পর থেকে রিটন মিয়া পলাতক ছিল। এছাড়াও রিটন ও তার সহযোগিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়েছে।
এদিকে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংগঠনের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম এলাকায় ৫ আগষ্টের আগে ছিনতাই, ডাকাতিতে জড়িতসহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে বহু লোকজনকে আহত করেছিল। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। চনপাড়ায় ছাত্র হত্যার ঘটনায়ও রফিকুল ইসলাম জড়িত ছিল।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা রিটন মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ঢাবিতে সহযোগিতা অব্যাহত রাখবে ‘টিকা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চায় তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে টিকার নতুন পরিচালক মোহাম্মদ আলী আরমান ঢাবি পরিদর্শন করে এ আগ্রহ প্রকাশ করেন।
এ সময় তিনি ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরো পড়ুন:
কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে রাত ১০টায় ‘শাহবাগ ব্লকেড’
ঢাবিতে ১ বছরে চীনা শিক্ষার্থী বেড়ে দ্বিগুণ
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এএম সাজ্জাদ হোসেন এবং টিকা’র বাংলাদেশ প্রতিনিধি মঞ্জুর হোসেন।
সাক্ষাৎকালে টিকার প্রতিনিধিরা ঢাবির শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রয়োজনীয় সংস্কার ও প্যাথলজি বিভাগের উন্নয়নে সহযোগিতা প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে টিকা ভূমিকা রাখতে চায় বলে জানান পরিচালক মোহাম্মদ আলী আরমান।
ঢাবি কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়। শিগগিরই দুই পক্ষের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছে ঢাবি প্রশাসন।
ঢাকা/সৌরভ/মেহেদী