আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় এ ঘটনা ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে সেখানে নেয়ার পথে তিনি গাড়িতে মৃত্যুবরণ করেন। নিহত আনোয়ার হোসেন নরসিংদী জেলার মাধবদী থানাধীন শিলচর ভাসানিয়া এলাকার মৃত সোবহানের ছেলে। 

এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মোটরসাইকেল চালক ইমনের বাড়িতে স্থানীয়রা ভাংচুর করে। অপরদিকে নিহত আনোয়ার হোসেনের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের মাতমে ভারী হয়ে উঠে এলাকার বাতাস। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তে লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়াও মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনস সেক্টরের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি বৈঠক করেন।

সোমবার (২১ এপ্রিল) কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান। এর আগে সন্ধ্যায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা অভিমুখে রওনা দেন।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

দোহায় চলমান এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হবে।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ