বিএনপির ১৭ বছরের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে: রুমিন ফারহানা
Published: 22nd, April 2025 GMT
বিএনপির ১৭ বছরের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত বিএনপির ৩১ দফা প্রশিক্ষণবিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
গত ৫ আগস্টের পর দেশে নতুন রাজনৈতিক দল দেখা যাচ্ছে জানিয়ে রুমিন ফারহানা বলেন, একটা নতুন রাজনৈতিক দল কিছুদিন হলো আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করেছে, এই গণ–অভ্যুখান নাকি ৩৬ দিনে হয়েছে; শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
এসব ঠিক কি না জানতে চেয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘তাহলে আমাদের নেতা-কর্মীদের যে গুম-হত্যা করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই বয়সেও কারাগারে যেতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ১৭ বছর দেশে আসতে পারেন নাই—সেগুলোর কি মূল্য নাই? বিএনপির ১৭ বছরের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, সংস্কার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই সংস্কারের আগে নির্বাচন করতে হবে।
রংপুর বিভাগের ৩ জেলায় (গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম) পৃথকভাবে আজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটি এই কর্মশালার আয়োজন করে। গাইবান্ধার কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাবিতে সহযোগিতা অব্যাহত রাখবে ‘টিকা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চায় তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে টিকার নতুন পরিচালক মোহাম্মদ আলী আরমান ঢাবি পরিদর্শন করে এ আগ্রহ প্রকাশ করেন।
এ সময় তিনি ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরো পড়ুন:
কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে রাত ১০টায় ‘শাহবাগ ব্লকেড’
ঢাবিতে ১ বছরে চীনা শিক্ষার্থী বেড়ে দ্বিগুণ
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এএম সাজ্জাদ হোসেন এবং টিকা’র বাংলাদেশ প্রতিনিধি মঞ্জুর হোসেন।
সাক্ষাৎকালে টিকার প্রতিনিধিরা ঢাবির শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রয়োজনীয় সংস্কার ও প্যাথলজি বিভাগের উন্নয়নে সহযোগিতা প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে টিকা ভূমিকা রাখতে চায় বলে জানান পরিচালক মোহাম্মদ আলী আরমান।
ঢাবি কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়। শিগগিরই দুই পক্ষের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছে ঢাবি প্রশাসন।
ঢাকা/সৌরভ/মেহেদী