হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক
Published: 22nd, April 2025 GMT
দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনা হবে। ইতোমধ্যে তাদের আনার বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদক কমিশনার বলেন, আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি। যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি অ্যাম্বাসিতে যাবে। সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। সেই কাজ আমরা শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।
‘‘দেশে কীভাবে ফিরিয়ে আনা যায়, এর আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারছি না। তার বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে- তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে। তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। মামলা যখন হয়ে গেল, তিনি বিদেশে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে’’ যোগ করেন তিনি।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে দুদক কমিশনার বলেন, ‘‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে (শেখ হাসিনা) ফেরত পাঠানোর জন্য। বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের চুক্তি প্রক্রিয়াধীন। চুক্তি হলে আশা করছি, আমরা তাদের কাছ থেকে সাহায্য পাব।’’
শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘‘রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নেই। এটি এখনো কমিশনে আলোচিত হয়নি।’’
এটি কবে আলোচিত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘‘পরবর্তী কমিশন সভায়। এ সপ্তাহে যদি না হয়, আগামী সপ্তাহে হবে।’’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা, ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।
ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় দেড় কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রায় দেড় কেজি স্বর্ণসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নায়েক মো. শাহজালালের নেতৃত্বে বিজিবির একটি টিম দৌলতপুর সীমান্তের খারিজাথাক মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে চোরাকারবারি রিপন মন্ডলকে ১ কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আটক করে। তার সঙ্গী দৌলতপুর উপজেলার চরচিলমারী খারিজাথাক গ্রামের মুজা সরকারের ছেলে মো. নুর আলম সরকার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আরো পড়ুন:
সুনামগঞ্জে ভারতীয় কসমেটিক্স ও বিস্কুট জব্দ
মাধবপুরের ২ কৃষককে ভারতে নির্যাতন, ফেরত এনেছে বিজিবি
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা। চোরাকারবারিকে দৌলতপুর থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
ঢাকা/কাঞ্চন/বকুল