ও লেভেল-এ লেভেলসহ বিভিন্ন পরীক্ষার ফি পাঠাতে নতুন নির্দেশনা
Published: 22nd, April 2025 GMT
শিক্ষার্থীদের ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফি পাঠাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী এসব পরীক্ষার ফি কেন্দ্রের মাধ্যমে আদান প্রদান করতে পারবে।
সোমবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ও লেভেল, এ লেভেল, টোফেল, এসএটি প্রভৃতি স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার জন্য বাংলাদেশে অনুমোদিত কেন্দ্রগুলো সরাসরি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশে রেমিট্যান্স পাঠাতে পারবে।তবে এই সুবিধা নিতে হলে পরীক্ষা কেন্দ্রগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার অনুমোদিত হতে হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রক্রিয়ার আগে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ব্যাংকগুলোকে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে।
আগে ব্যাংকগুলোকে এ ধরনের রেমিট্যান্সের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো। নতুন নির্দেশনার ফলে এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের (যেমন ও, এ বা এএস লেভেল) পরীক্ষার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই। এছাড়া টোয়েফল, এসএটি ইত্যাদির পরীক্ষার ফি-ও এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে প্রেরণযোগ্য হবে।
আরো পড়ুন:
এসএসসি ও সমমান
পাস-ফেল দূরের কথা, যে স্কুলের কেউ পরীক্ষাই দিচ্ছে না
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর
ঢাকা/এনএফ/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ র ফ র অন ম দ
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ায় হল সুপার গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষার হলে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপার মো. আজমুল হককে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত আরও তিনজন শিক্ষককে পরবর্তী পরীক্ষাগুলো থেকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, হল সুপার ১২ নম্বর কক্ষে গিয়ে শিক্ষার্থীদের মৌখিকভাবে এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার কেন্দ্র পরিদর্শনে গিয়ে আজমুল হককে হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি দায় স্বীকার করেন এবং তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আযাদ হোসেন জানান, ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, আজমুল হককে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।