সড়কে রশি ফেলে বাইকের গতিরোধ, বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
Published: 22nd, April 2025 GMT
ফেনীর সোনাগাজীতে সড়কে রশি ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে আবুল হাশেম (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে সোনাগাজী উপজেলার ওলামা বাজারের সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আবুল হাশেম উপজেলার দক্ষিণ পশ্চিম চরদরবেশ গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে এবং বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, জমিজমা ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে আবুল হোসেন গংদের সঙ্গে একই গ্রামের বেলাল হোসেন গংদের দ্বন্দ্ব চলে আসছিল। উভয় পরিবারের দ্বন্দ্বে ২০২১ সালের ৩১ মে ভোরে আমির হোসেন ননা মিয়ার ভাই কৃষক বেলাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আমির হোসেন ননা মিয়া বাদী হয়ে হাশেমসহ দশজনকে আসামি করে মামলা করেন। এতে হাসেমসহ বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হন। দীর্ঘদিন কারাভোগের পর তারা জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। জুলাই আন্দোলনে ফেনীর একটি হত্যা মামলায় আমির হোসেন ননা মিয়াকে আসামি করা হয়। ওই মামলায় নানা মিয়া আদালত থেকে জামিন নেন। এ ঘটনায় হাসেম গংকে দায়ী করেন ননা মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। মঙ্গলবার ভোর ছয়টার দিকে হাশেম মোটরসাইকেলে সোনাগাজী পৌর শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। উপজেলার ওলামা বাজারের সাজেদা ফাউন্ডেশন এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ১০-১৫ জন দুর্বৃত্ত সড়কের ওপর রশি ফেলে তার মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। এ সময় হাশেম পড়ে যান। তখন দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হাশেমকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে তিনি মারা যান।
সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু বলেন, ‘আবুল হাশেম বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। শুনেছি জমি সংক্রান্ত বিরোধে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যম খুনিদের চিহ্নিত করা হোক।’
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে দুর্বৃত্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। একইসঙ্গে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক প য় হত য ব এনপ ব এনপ উপজ ল
এছাড়াও পড়ুন:
এসএসসিতে অনুপস্থিত থাকা পরীক্ষার্থীদের কারণ অনুসন্ধানের নির্দেশ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেও প্রথম দিন থেকেই পরীক্ষায় অংশগ্রহণ না করা শিক্ষার্থীদের বিষয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার বোর্ডের পাঠানো এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়, চলমান এসএসসি পরীক্ষায় প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ফরম পূরণকারী পরীক্ষার্থী অনুপস্থিত থাকছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অনুপস্থিতির প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য পদক্ষেপ নিয়েছে বোর্ড।
চিঠিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেও কোনো এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশ নেয়নি, অথবা প্রথম দিন থেকেই অনুপস্থিত রয়েছে—তাদের সুনির্দিষ্ট তথ্য একটি নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে পাঠাতে হবে। এ তথ্য পাঠানোর জন্য ১৫ কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, প্রত্যেক অনুপস্থিত পরীক্ষার্থীর জন্য আলাদা করে ফর্ম পূরণ করতে হবে। একজন শিক্ষার্থীর জন্য একাধিক ফর্ম পূরণ করা যাবে না।
অনুপস্থিতির কারণ জানার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী বা তার অভিভাবকের (বাবা/মা/আইনগত অভিভাবক) সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা ফোনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে হবে।
কোন শিক্ষার্থী অনুপস্থিত, সে তথ্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে।
এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ সকল প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের প্রতি যথাযথ দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতার সঙ্গে নির্দেশনা পালন করার অনুরোধ জানিয়েছে।
তথ্য প্রেরণের জন্য নির্ধারিত গুগল ফর্ম দেখতে ক্লিক করুন
ঢাকা/হাসান/এনএইচ