স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে বন্ধুকে গলা কেটে হত্যা
Published: 22nd, April 2025 GMT
সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে বন্ধু রাশেদুলকে গলা কেটে হত্যা করেন সেলিম হোসেন। গতকাল সোমবার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের পর আদালতে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
নিহত রাশেদুল ইসলাম (৪০) সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন। আসামি সেলিম হোসেন পৌর এলাকার আসানবাড়ি মহল্লার বাসিন্দা।
জানা গেছে, গত ১৮ এপ্রিল বাড়ি থেকে বের হন রাসেদুল ইসলাম। সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। গত শনিবার দুপুর ১২টার দিকে তাড়াশ পৌরসভার আসানবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই নিহতের ভাই তাড়াশ থানায় হত্যা মামলা করেন। এরপর হত্যা মামলার তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সেলিম হোসেনকে গ্রেপ্তার করেন। এরপরই জিজ্ঞাসাবাদে খুনের রহস্য উন্মোচিত হতে থাকে।
থানা সূত্রে জানা যায়, সেলিমের স্ত্রী শেরজা খাতুন আব্দুল আউয়াল নামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। কিন্তু তালাক না হওয়ায় স্ত্রীকে ফিরে পেতে মরিয়া ছিলেন তিনি। এই কারণে আউয়ালের প্রতি ক্ষোভ জমতে থাকে তার। স্ত্রী শেরজার ব্যাগে আউয়ালের একটি মানিব্যাগ, ছবি, সিমের কাগজ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি খুঁজে পান। তখনই পরিকল্পনা করেন, বন্ধু রাশেদুলকে হত্যা করে সেই মানিব্যাগ লাশের পাশে রেখে দিলে আউয়ালকে ফাঁসানো যাবে। তখন স্ত্রী ফিরে আসবে। পরিকল্পনা অনুযায়ী, পহেলা বৈশাখের আগে সেলিম একটি মেমোরি কার্ড, ঘুমের ওষুধ ও বাংলা মদ সংগ্রহ করেন। ১৮ এপ্রিল সন্ধ্যায় রাশিদুলকে মদ খাওয়ার প্রস্তাব দিয়ে ধানক্ষেতে নিয়ে যান। কোমল পানীয়ের বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেন। কিছুক্ষণ পর রাশেদুল অচেতন হলে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। লাশ ফেলে রেখে বাড়ি ফিরে যান। পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি, ঘুমের ওষুধযুক্ত স্পিড বোতল, পানীয়র বোতল, মানিব্যাগ, রাশিদুলের মোবাইল ও একটি মেমোরি কার্ড উদ্ধার করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে বন্ধু রাশেদুলকে হত্যা করেন সেলিম। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ র শ দ লক আউয় ল
এছাড়াও পড়ুন:
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ৫
জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তাতেই বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন। এক জন নিহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিকদের উপর আমরা যত আক্রমণ দেখেছি তার চেয়ে এই আক্রমণ অনেক বড়।”
জম্মু ও কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে যান।
পুলিশ জানিয়েছে, এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে হামলাকারীরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি।
ঢাকা/শাহেদ