এসএসসি ২০২৫–এ পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
Published: 22nd, April 2025 GMT
২০২৫ সালের চলমান এসএসসি পরীক্ষায় কিছু পরীক্ষার্থী প্রতিদিন অনুপস্থিত থাকছে। বিষয়টি উদ্বেগজনক। এসএসসি পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে, কিন্তু প্রথম দিন থেকেই অনুপস্থিত, তাদের তথ্য গুগল ফরমে ১৫ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। এ নির্দেশনা দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় থাকা সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠি থেকে এসব তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের চলমান এসএসসি পরীক্ষায় প্রতিদিন কিছুসংখ্যক পরীক্ষার্থী (ফরম পূরণকৃত) অনুপস্থিত থাকছে, যা উদ্বেগজনক। এই পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করেছে। এমন অবস্থায় আপনার প্রতিষ্ঠানের যেসব পরীক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল, কিন্তু এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে না বা প্রথম দিন থেকেই অনুপস্থিত আছে, তাদের তথ্য গুগল ফরমের মাধ্যমে (লিংক সংযুক্ত) আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
চিঠিতে বলা হয়েছে, প্রত্যেক অনুপস্থিত পরীক্ষার্থীর জন্য পৃথক পৃথক ছকে তথ্য পাঠাতে হবে। যতজন অনুপস্থিত পরীক্ষার্থীর তথ্য প্রেরণ করবেন, ততবার লিংকে ক্লিক করে পৃথক পৃথক ফরমে তথ্য পাঠাতে হবে। একজন পরীক্ষার্থীর জন্য একাধিক ছক বা ফরম পূরণ করা যাবে না। অনুপস্থিতির কারণ জানার জন্য পরীক্ষার্থী বা অভিভাবকের (বাবা/মা/পরিবারের অন্য কোনো সদস্য বা আইনত অভিভাবক) সঙ্গে সশরীর বা মুঠোফোনের মাধ্যমে আলোচনা করে তথ্য সংগ্রহ করতে হবে।
কোন কোন পরীক্ষার্থী অনুপস্থিত, তা জানার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করতে হবে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়।
গুগল ফরমের লিংক:
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫১০ এপ্রিল সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। শিক্ষা বোর্ডগুলোর কাছ থেকে পাওয়া তথ্য বলছে, ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি, ২০২৩ সালে প্রায় সাড়ে ২০ লাখ, ২০২২ সালে প্রায় ২০ লাখ, ২০২১ সালে প্রায় সাড়ে ২২ লাখ ও ২০২০ সালে প্রায় সাড়ে ২০ লাখ পরীক্ষার্থী ছিল। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এই পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ পরীক্ষার্থী। দ্বিতীয় দিনে ১৫ এপ্রিল অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ পরীক্ষার্থী।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র থ পর ক ষ য় র জন য ২০ ল খ
এছাড়াও পড়ুন:
গার্ডিয়ানে কাজ করা গাজার সাংবাদিক পেলেন ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস
যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাবেক গাজা প্রতিনিধি মালাক এ তানতিশ ‘ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৫’ লাভ করেছেন। গাজা যুদ্ধ নিয়ে প্রতিবেদন করার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের ১৮ মাস গাজা উপত্যকায় গার্ডিয়ানের প্রতিবেদক হিসেবে কাজ করেছেন তানতিশ। তাঁর অনেকগুলো প্রতিবেদন আলোচিত হয়েছে। এর মধ্যে গত জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর নিজের বাড়িতে ফেরা নিয়ে করা প্রতিবেদনটি অন্যতম।
গত বৃহস্পতিবার রাতে ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৫ দেওয়া হয়। এতে তানতিশ সম্ভাবনাময় নতুন সাংবাদিক বিভাগে মর্যাদাপূর্ণ ‘মেরি কলভিন’ পুরস্কার পান।
যুক্তরাজ্যের সুপরিচিত সংবাদমাধ্যম সানডে টাইমসের সাংবাদিক মেরি কলভিনের নামে এ পুরস্কারের নাম রাখা হয়েছে। ২০১২ সালে সিরিয়ার গৃহযুদ্ধের শুরুর দিকে অবরুদ্ধ বাব আমর এলাকা থেকে প্রতিবেদন করার সময় তিনি নিহত হয়েছিলেন।
তানতিশের প্রতিবেদনে গাজাবাসীর ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রভাব ফুটে উঠেছে। বিশেষ করে নিজের পরিবার নিয়ে তিনি যেসব প্রতিবেদন করেছেন, তা সবাইকে স্পর্শ করেছে। বিভিন্ন প্রতিবেদনে তিনি স্বজন হারানোর দুঃখ এবং ইসরায়েলের বোমা হামলার পরবর্তী পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছেন।
এক প্রতিবেদনে তানতিশ নিজের জন্মস্থান বাইত লাহিয়ায় তাঁর পরিবারের সদস্যদের ফেরার বর্ণনা দিয়েছেন। এতে দেখা যায়, তাঁর বাড়ি ও বাগান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
অন্য এক প্রতিবেদনে তানতিশ গাজার একটি হাসপাতাল থেকে ‘হাড্ডিসার শিশুদের’ দুর্দশার কথা তুলে ধরেছিলেন।
পুরস্কারের বিচারকেরা বলেন, তানতিশের কাজ ‘মেরির মনোভাবের সব বৈশিষ্ট্য ধারণ করে: সাহস, ঘটনার সঙ্গে সহানুভূতি এবং কঠিন পরিস্থিতির মধ্যেও সঠিক খবর উপস্থাপনের সংগ্রাম।’
গার্ডিয়ানের আরও কয়েকজন সাংবাদিক ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৫ লাভ করেছেন। তাঁদের একজন হ্যারি ডেভিস। প্রযুক্তি সাংবাদিকতা বিভাগে তিনি পুরস্কার পেয়েছেন।
ডেভিস ইসরায়েলের অনলাইন সংবাদমাধ্যম ‘+৯৭২ ম্যাগাজিন’-এর সঙ্গে একটি প্রকল্পে কাজ করেছেন। তাঁদের গবেষণা প্রতিবেদনে গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক খতিয়ে দেখা হয়েছে।
যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ৪ নিউজ’ বর্ষসেরা সংবাদ পরিবেশনকারী হিসেবে ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৫ লাভ করেছে।