বাংলাদেশ থেকে ৭২৫ সেনা সদস্য নেবে কাতার: প্রেস সচিব
Published: 22nd, April 2025 GMT
বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে কাতার। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনা সদস্য নেওয়া শুরু হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।
আরো পড়ুন:
সেনাপ্রধান ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি সাক্ষাৎ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত
প্রেস সচিব বলেন, “কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনা সদস্য নেওয়া হবে, তবে আমরা এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি।”
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাউজানে যুবদল কর্মীকে মাথায়-বুকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজান উপজেলায় মুহাম্মদ ইব্রাহিম (৩০) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার গাজীপাড়া নামক এলাকায় মাথায় ও বুকে গুলি করে তাকে হত্যা করা হয়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবদল কর্মী মুহাম্মদ ইব্রাহিম (৩০) রাউজানের আদর্শ গুচ্ছগ্রামের মুহাম্মদ আলমের ছেলে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন মুহাম্মদ ইব্রাহিম বলে জানা গেছে।
আরো পড়ুন:
নরসিংদীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
খুলনায় মোটরসাইকেল থামিয়ে যুবককে গুলি করে হত্যা
এর আগে, গত শনিবার রাতে রাউজান থানার বাগোয়ান ইউনিয়নে গরিব উল্লাহপাড়া গ্রামে যুবদল কর্মী মুহাম্মদ মানিক আবদুল্লাহকে (৩৬) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে গাজীপাড়া বাজারে একটি দোকানে বসে ছিলেন মুহাম্মদ ইব্রাহিম। এসময় তিনটি অটোরিকশায় ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাজারে এসে ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি করে। মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুহাম্মদ ইব্রাহিম।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ