খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে মো. সুমন মোল্লা (৩৩) নামে একজন ঘের মালিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার জামিরা ইউনিয়নের পিপরাইল গ্রামের দাসপাড়া সংলগ্ন একটি কালভার্টের ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুমন মোল্লাকে খুব কাছ থেকে এক যুবক গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফুলতলা থানার ওসি জিল্লাল হোসেন জানান, কারা কী কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এসএসসিতে অনুপস্থিত থাকা পরীক্ষার্থীদের কারণ অনুসন্ধানের নির্দেশ

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেও প্রথম দিন থেকেই পরীক্ষায় অংশগ্রহণ না করা শিক্ষার্থীদের বিষয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার বোর্ডের পাঠানো এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়, চলমান এসএসসি পরীক্ষায় প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ফরম পূরণকারী পরীক্ষার্থী অনুপস্থিত থাকছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অনুপস্থিতির প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য পদক্ষেপ নিয়েছে বোর্ড।

চিঠিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেও কোনো এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশ নেয়নি, অথবা প্রথম দিন থেকেই অনুপস্থিত রয়েছে—তাদের সুনির্দিষ্ট তথ্য একটি নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে পাঠাতে হবে। এ তথ্য পাঠানোর জন্য ১৫ কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, প্রত্যেক অনুপস্থিত পরীক্ষার্থীর জন্য আলাদা করে ফর্ম পূরণ করতে হবে। একজন শিক্ষার্থীর জন্য একাধিক ফর্ম পূরণ করা যাবে না।

অনুপস্থিতির কারণ জানার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী বা তার অভিভাবকের (বাবা/মা/আইনগত অভিভাবক) সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা ফোনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে হবে।

কোন শিক্ষার্থী অনুপস্থিত, সে তথ্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে।

এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ সকল প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের প্রতি যথাযথ দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতার সঙ্গে নির্দেশনা পালন করার অনুরোধ জানিয়েছে।

তথ্য প্রেরণের জন্য নির্ধারিত গুগল ফর্ম দেখতে ক্লিক করুন

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ