মুন্সীগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রিজের ঢাল থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিশেষ অভিযানে তাকে আটক করে সদর থানা পুলিশ। 

এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি, চারটি হাত বোমা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বিএনপি নেতা মনির মিজির ছেলে। তিনি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। 

তিনি জানান, গতকাল রাত আনুমানিক ১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচঘড়িয়া কান্দি এলাকায় ব্রিজের ঢাল থেকে বাবু মিজিকে আটক করে। এসময় তার সাথে থাকা অপর দুইজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাবু মিজির দেহ তল্লাশী করে তার কাছ থেকে একটি ছরি, চারটি হাত বোমা, ও দুইটি মোবাইল জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “আটককৃত বাবু মিজি অধিকাংশ সময় শহরের বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটো-মিশুক ও সাধারণ মানুষকে আটক করে অস্ত্রের মুখে ছিনতাই করে বেড়াত। গোপসন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্রসহ আটক করা হয়ছে।”

তিনি আরো বলেন, “মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে সদর থানায় ছিনতাই, অস্ত্র ও বিস্ফোরক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার সহযোগী ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।”

ঢাকা/রতন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদর থ ন

এছাড়াও পড়ুন:

রিকশায় ছাত্রলীগ নেতাকে পায়ের নিচে ফেলে নির্যাতনের অভিযোগ

নাটোরে মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের পর রিকশায় করে শহর ঘোরানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা যায়, নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) রিকশায় শুইয়ে পিঠের ওপর পা দিয়ে চেপে ধরেছেন এক যুবক। এসময় গান বাজছিল।

আরো পড়ুন:

রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগে মেডিকেল অফিসারকে মারধর

গোপালগঞ্জে গোবিপ্রবির ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে মারধর

ফয়সাল হোসেন কদর বলেন, ‍“আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফিরছিলাম। এসময় পেছন থেকে এসে আমাকে মারধর শুরু করেন নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েরের সমর্থকরা। আমি কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে আমাকে শুইয়ে মারতে শুরু করেন তারা। এভাবে পুরো শহর ঘুরায় তারা। পরে লিখিত মুচলেকা নিয়ে আমাকে বাবা-মার কাছে তুলে দেন তারা।”

নাটোর নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের সাংবাদিকদের বলেন, “ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে (কদরকে) মারধর করছিল। আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছি।”

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি জানি না। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার হাত বিচ্ছিন্ন
  • রূপগঞ্জে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লাটপাট : নারী-শিশু সহ আহত ৯
  • সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির প্রতিবাদ
  • ৭ বছরে পদার্পণ করল বিউটি ই-কমার্স চারদিকে
  • ‘শয়তানের নিঃশ্বাসে’ খোয়া গেলো ব্যবসায়ীর লাখ টাকা 
  • রিকশায় ছাত্রলীগ নেতাকে পায়ের নিচে ফেলে নির্যাতনের অভিযোগ
  • কৃষিতে ড্রোন পদ্ধতি চালু করতে চীনের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
  • শিঙাড়া খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 
  • সিদ্ধিরগঞ্জে সরকারি জমি দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া