রাজপ্রাসাদে শাহজাদা শমসেরের সঙ্গে বেড়ে ওঠেন বাঁদি দিলনাওয়াজ। তারুণ্যে দুজনের মধ্যে প্রেমের অনুভূতি তৈরি হয়। তবে মুখ ফুটে কেউ সেটাকে প্রকাশ করতে পারেন না। দিলনাওয়াজ ভেবেছিলেন, বাঁদি হয়ে শাহজাদাকে কীভাবে প্রেমের কথা বলবেন? শেষ পর্যন্ত দুজনের প্রেম পরিণতি পায়নি। শত বছর আগে ‘দিলনাওয়াজ’ নামের এই ভালোবাসার গল্পটি লিখেছিলেন উর্দু ভাষার লেখক রাহাত আরা বেগম।
গল্পটি নৃত্যনাট্য হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। নৃত্যনাট্যটিকে এ বছর ফেব্রুয়ারিতে ঢাকার মঞ্চে এনেছিল সাধনা। মাস দুয়েক পর আবারও মঞ্চে ফিরছে নৃত্যনাট্যটি। শনিবার সন্ধ্যায় সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নৃত্যনাট্যটি মঞ্চস্থ হবে।
‘দিলনাওয়াজ’–এ নাম ভূমিকায় নৃত্যাভিনয় করবেন মুবাশশীরা কামাল। দিলনাওয়াজ চরিত্রে নৃত্যাভিনয় প্রসঙ্গে মুবাশশীরা জানান, তিনি মূলত ভরতনাট্যম শিল্পী, তবে দিলনাওয়াজে কত্থক ও সুফি নৃত্য করতে হয়েছে তাঁকে।
‘দিলনাওয়াজ’–এ নাম ভূমিকায় নৃত্যাভিনয় করবেন মুবাশশীরা কামাল।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আরসা প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী রিমান্ড শেষে কারাগারে
মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।
আসামিরা হলেন- আরসা প্রধান আতাউল্লাহ ও তার সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম।
জানা যায়, এর আগে গত ১৭ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমি পল্লী আবাসিক এলাকার একটি ১০ তলা ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আতাউল্লাহ, তার পরিবার ও সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
একই দিনে ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার একটি বহুতল ভবনের ১০ তলার একটি ফ্ল্যাট থেকেও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ ছিলেন।
গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে দুটি মামলা করে। এসব মামলায় রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে বিচারক আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।