মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম দেশটির বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সম্প্রচারিত মার্কিন সরকারের অভিবাসী-বিরোধী বিজ্ঞাপনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বিজ্ঞাপনটি বন্ধের নির্দেশ দিয়েছেন।   

মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) মার্কিন সরকার নির্মিত অভিবাসী-বিরোধী একটি বিজ্ঞাপন মেক্সিকোর বেসরকারি টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হয়।  

আরো পড়ুন:

ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত পুতিন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট শেইনবাউম বিজ্ঞাপনটির সমালোচনা করে বলেন, বিজ্ঞাপনটিতে ‘অত্যন্ত বৈষম্যমূলক বিষয়বস্তু’ রয়েছে, যা মানুষের মর্যাদার ওপর আঘাত করে এবং অভিবাসীদের বিরুদ্ধে প্রত্যাখ্যান ও সহিংসতা উসকে দিতে পারে।

তিনি জানান, তার প্রশাসন বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার জন্য আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আরো বলেন, মেক্সিকোর সংবিধান অনুযায়ী ‘বৈষম্যমূলক যেকোনো কাজ বা চর্চা’ নিষিদ্ধ।ফেডারেল টেলিযোগাযোগ আইনের ‘মত প্রকাশের স্বাধীনতার মধ্যে শৈল্পিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা’র নীতিগুলো লঙ্ঘন করা হয়েছে। বিজ্ঞাপনটির নেপথ্যে থাকা যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মাধ্যমে আইন লঙ্ঘিত হয়েছে।

বিজ্ঞাপনটি প্রচারের প্রতিক্রিয়ায় শাইনবাউম বলেন, তার প্রশাসন ফেডারেল টেলিযোগাযোগ ও সম্প্রচার আইনের একটি ধারা পুনর্বহাল করার উদ্যোগ নেবে; ওই ধারায় রেডিও এবং টেলিভিশন লাইসেন্সধারীদের বিদেশি সরকারের অর্থপ্রদানকৃত রাজনৈতিক, আদর্শিক বা বাণিজ্যিক প্রচারণা সম্প্রচার নিষিদ্ধ।

তিনি বলেন, “এটি আবারও আইনে অন্তর্ভুক্ত করা হবে। এটি অপসারণ করা উচিত হয়নি। আমি ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছি যে, কীভাবে এবং কোন যুক্তিতে এই ধারাটি বাদ দেওয়া হয়েছিল। আমরা বিশ্বাস করি, আমাদের সার্বভৌমত্ব এবং মেক্সিকোর প্রতি শ্রদ্ধা এটিকে আইনে পুনঃস্থাপনের নিশ্চয়তা দেয়।”

শেইনবাউম প্রশাসন বেসরকারি টিভি চ্যানেলগুলোকে বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।বিজ্ঞাপনটিতে দেখা যায়, মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা অবৈধ অভিবাসীদের সতর্ক করেছেন।

এক মিনিটের ওই বিজ্ঞাপনে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, “আপনি যদি অবৈধভাবে আমেরিকায় প্রবেশের কথা ভাবছেন, তবে এটি নিয়ে ভাববেন না। আমাকে স্পষ্ট করে বলতে দিন: আপনি যদি আমাদের দেশে আসেন এবং আমাদের আইন ভঙ্গ করেন, তাহলে আমরা আপনাকে খুঁজে বের করব। অপরাধীদের মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হয় না।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ব জ ঞ পনট সরক র

এছাড়াও পড়ুন:

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ৫

জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। 

পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তাতেই বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন। এক জন নিহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিকদের উপর আমরা যত আক্রমণ দেখেছি তার চেয়ে এই আক্রমণ অনেক বড়।”

জম্মু ও কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে যান। 

পুলিশ জানিয়েছে, এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে হামলাকারীরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ