রাজশাহীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যার মামলায় এক জনের মৃত্যুদণ্ড
Published: 22nd, April 2025 GMT
রাজশাহীতে নিজের ভাই ও বোনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে তরিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১ এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।
তরিকুল ইসলাম রাজশাহীর নগরের কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। ২০১৫ সালের ৬ এপ্রিল জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে তিনি তার ভাই সাদেকুল ইসলাম ও বোন আক্তারা জাহান কল্পনাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় আরো চার জনকে কুপিয়ে আহত করেন তিনি। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার বাদী হয়ে একটি মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ। তরিকুল ইসলামের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাই, রাষ্ট্র তার পক্ষে এক জন আইনজীবী নিয়োগ করেছিল। তার পক্ষে লড়েছিলেন মাহমুদুর রহমান রুমন।
তিনি বলেছেন, আসামি যেহেতু পরিবারের দুই সদস্যকে হত্যা করেছেন। তাই, পরিবারের পক্ষ থেকে তার জন্য আইনজীবী নিয়োগ করা হয়নি। রাষ্ট্রই আমাকে তার পক্ষে নিয়োগ করেছিল।
রায়ে অসন্তোষ প্রকাশ করে মাহমুদুর রহমান রুমন বলেছেন, আসামি খুন করেছেন, এটা ঠিক। কিন্তু, তিনি মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন আসামিকে যেভাবে বিবেচনা করা দরকার ছিল, তা করা হয়নি। অন্য আসামির মতোই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তিনি জানান, ঘটনার পর থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন তরিকুল ইসলাম। রায় ঘোষণার জন্য তাকে আদালতে হাজির করা হয়েছিল। রায়ের পর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/কেয়া/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুমিল্লার ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ, ডিম নিক্ষেপ
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছয় আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন- কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট জাকির হোসেন। সাবেক এপিপি এ এম এম মহিন, অ্যাডভোকেট জহুর হাসান চৌধুরী সোহাগ পালাতক।
আরো পড়ুন:
খুলনায় শিশু ধর্ষণ মামলার আসামি কারাগারে
সোনাগাজীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। তারা আসামিদের বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। কারাগারে পাঠানোর সময় তারা আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইনস এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বহু ছাত্র-জনতা আহত হন। গত ১১ আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলা করেন।
কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, মামলার মোট আসামি ২৬১ জন। গত ১১ আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ২৪ জন আসামি আজ আদালতে জামিন শুনানিতে উপস্থিত ছিলেন। ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদের মধ্যে পলাতক দুই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে।
ঢাকা/রুবেল/মাসুদ