শাহরুখের সঙ্গে বিবাদের গুঞ্জনে মুখ খুললেন নির্মাতা রোহিত
Published: 22nd, April 2025 GMT
‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমা বিশাল সাফল্যের পর ‘দিলওয়ালে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান ও নির্মাতা রোহিত শেঠি। তবে দ্বিতীয় ছবিটি বক্স অফিসে তেমন সফল না হওয়ায় তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে-এমন গুঞ্জন বহুদিন ধরেই বলিউডে ঘুরছে। অবশেষে রোহিত শেঠি নিজেই সে গুঞ্জনের জবাব দিলেন।
‘গেম চেঞ্জার্স’ পডকাস্টে কোমল নাহতার সঙ্গে আলাপচারিতায় রোহিত স্পষ্টভাবে বলেন, ‘না, শাহরুখের সঙ্গে এমন কিছুই হয়নি।’
শাহরুখ খানের সঙ্গে তাঁর ব্যক্তিগত দ্বন্দ্ব নেই ব্যাখ্যা করে রোহিত বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক সম্মান আগেও ছিল সেটা এখনও বজায় রয়েছে। ‘দিলওয়ালে’ সিনেমার পর আমরা ঠিক করি নিজেদের প্রোডাকশন হাউজ খুলব এবং নিজেরাই সিনেমা তৈরি করব। যদি ক্ষতি হয়, সেটাও আমাদেরই হোক। যদিও ‘দিলওয়ালে’ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।”
রোহিত জানান, ‘দিলওয়ালে’ হয়তো ভারতের বাজারে প্রত্যাশা অনুযায়ী চলেনি, কিন্তু আন্তর্জাতিকভাবে এটি ছিল একটি বড় সফলতা। ছবিটি শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত হয়েছিল।
রোহিত শেঠি আরও জানান, চলচ্চিত্র দুনিয়ায় গড়ে ওঠা সম্পর্কগুলো তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ। অজয় দেবগনের সঙ্গে তাঁর ভাইয়ের মতো সম্পর্ক, যেখানে অজয়কে তিনি বড় ভাই হিসেবেই দেখেন। পাশাপাশি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের সঙ্গেও তাঁর গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে।
দীপিকার পেশাদারিত্বের প্রশংসা করে রোহিত বলেন, “সে ‘সিংগাম এগেইন’ এর শেষ শিডিউলের শুটিং শেষ করেছে যখন সে চার মাসের গর্ভবতী। এমন সম্পর্ক সত্যিই খুব বিরল।”
বর্তমানে শাহরুখ খান তাঁর নতুন ছবি ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত, যেখানে প্রথমবার তিনি মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও থাকছেন অভিষেক বচ্চন ও অভয় বার্মা।
অন্যদিকে রোহিত শেঠি ব্যস্ত রয়েছেন ‘সিংহাম এগেইন’ নিয়ে-তাঁর জনপ্রিয় ‘কপ ইউনিভার্স’-এর নতুন কিস্তি, যেখানে দেখা যাবে একঝাঁক তারকাকে।
এই খোলামেলা বক্তব্যের পর রোহিত ও শাহরুখের সম্পর্কে ভাঙনের গুজব কার্যত বন্ধ হয়ে গেল বলেই মনে করছেন বলিউডের অনেকে। সূত্র: বলিউড হাঙ্গামা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ লওয় ল
এছাড়াও পড়ুন:
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল
২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষ।
আগামী শুক্রবার (২৫ এপ্রিল) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন ধাপের প্রথম ধাপের পরীক্ষা শুরু হবে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপাচার্য কার্যালয়ে সরকারের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় পরীক্ষার প্রস্তুতির বিষয়ে অবগত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়ালের সভাপতিত্বে এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আওতায় পাবিপ্রবি কেন্দ্রে শুক্রবার (২৫ এপ্রিল) ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা আগামী ২ মে এবং ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা আগামী ৯ মে যথারীতি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ৯ মে বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।”
তিনি বলেন, “পরীক্ষার্থীরা যাতে সহজেই রুম নম্বর চিহ্নিত করতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা হলে লেভেল বিহীন (বোতলের গায়ে নাম সম্বলিত কাগজ) পানির বোতল কেন্দ্রে নিতে পারবেন। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম থাকবে।”
তিনি আরো বলেন, “পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ১৫ মিনিট পরপর সময়ের বিষয়টি উল্লেখ করবেন। পরীক্ষার্থীদের নিজস্ব বহনকারী গাড়ি পার্কিং করা যাবে ক্যালিকো কটন মিল ও তার বিপরীত পাশের মাঠে। অভিভাবকদের জন্য শেডে বসা ও পানি পানের ব্যবস্থা থাকবে।”
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার আগের দিন ফটোকপিয়্যার মেশিন বন্ধ থাকবে। পুলিশ প্রশাসন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন। ছাত্রাবাসগুলোতে নজরদারী বাড়ানো হবে। কোনো ডিভাইস কেন্দ্রে নেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। নারী ও পুরুষ পুলিশ সদস্য, আসনার সদস্য ও রোভার স্কাউট থাকবে।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট ও কো-ফোকাল পয়েন্ট, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, আইসিটি সেলের পরিচালক, হল প্রভোস্ট,ভর্তি পরীক্ষা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/শাহীন/মেহেদী