লরিয়াস পুরষ্কার জিতেছে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদ
Published: 22nd, April 2025 GMT
বার্সেলোনা ও স্পেনের ফরোয়ার্ড লামিন ইয়ামাল ২০২৫ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। সোমবার মাদ্রিদে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
মাত্র ১৭ বছর বয়সেই ইয়ামাল বার্সার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলতি লা লিগা মৌসুমে তিনি ছয়টি গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে করেছেন তিনটি গোল।
"জেনারেশনাল ট্যালেন্ট" বা যুগান্তকারী প্রতিভা হিসেবে বিবেচিত ইয়ামাল গত ১২ মাসে স্পেনের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চেও দুর্দান্ত পারফর্ম করেছেন। ২০২৪ সালের গ্রীষ্মে তিনি মাত্র ১৬ বছর বয়সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন এবং তাঁর ১৭তম জন্মদিনের পরদিনই তিনি সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন।
আরো পড়ুন:
আনচেলত্তির উত্তরসূরি হওয়ার ব্যাপারটা গুজন- আলোনসো
ব্রাজিলে যাবেন আনচেলত্তি, রিয়ালের দায়িত্ব নিবেন কে?
বার্সার এই ফরোয়ার্ড স্প্যানিশ সুপারকোপার ফাইনালেও গোল করেন, যেখানে বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারায়। ইয়ামালের অসাধারণ পারফরম্যান্সের সাহায্যে বার্সেলোনা এবার কোপা দেল রে-র ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে — এখনো চারটি শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে দলটি।
এই সম্মানজনক পুরস্কারের অন্য মনোনীতদের মধ্যে ছিলেন জুলিয়েন অ্যালফ্রেড, সামার ম্যাকিনটশ, লেটসিলি তেবোগো এবং ভিক্টর ওয়েমবানিয়ামা।
এদিকে, রিয়াল মাদ্রিদ ‘লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে। ট্রফি-সমৃদ্ধ এক মৌসুমে তারা রেকর্ড ৩৬তম বার লা লিগা শিরোপা এবং ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। চলতি মৌসুমে তারা ইউরোপীয় সুপার কাপ এবং প্রথমবারের মতো অনুষ্ঠিত ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপও জিতেছে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ৫
জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তাতেই বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন। এক জন নিহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিকদের উপর আমরা যত আক্রমণ দেখেছি তার চেয়ে এই আক্রমণ অনেক বড়।”
জম্মু ও কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে যান।
পুলিশ জানিয়েছে, এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে হামলাকারীরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি।
ঢাকা/শাহেদ