ভোলায় ঘরে ঘরে গ্যাস–সংযোগসহ পাঁচ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিভিন্ন ব্যানারে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের সামনে ভোলা–খেয়াঘাট সড়কে অবস্থান নিয়েছেন তাঁরা।

ভোলার বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বানে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আরও পড়ুনভোলায় এলপিজি গ্যাসভর্তি গাড়ি আটকে ৫ দফা দাবিতে স্থানীয়দের বিক্ষোভ১৯ এপ্রিল ২০২৫

বক্তারা জানান, তিন বছর ধরে ভোলাবাসী বিভিন্ন ব্যানারে পাঁচটি দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁদের দাবি, ভোলার গ্যাস দিয়ে জেলার কলকারখানা নির্মাণ, জেলার মানুষের ঘরেও গ্যাস সরবরাহ করতে হবে। এগুলোর কোনোটি না করে পানির দরে ইন্ট্রাকো কোম্পানিকে গ্যাস দেওয়া হচ্ছে। বিগত ফ্যাসিবাদী সরকারের করা এ চুক্তি বাতিল করতে হবে। সেই সঙ্গে ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল গড়তে হবে। জেলার হাসপাতালগুলোয় ব্যাপক হারে চিকিৎসকের সংকট আছে। হাসপাতালে গেলে চিকিৎসক ঢাকা বা বরিশাল পাঠিয়ে দেন। সেখানে পৌঁছানোর আগেই রোগী মারা যাচ্ছে। এ কারণে ভোলা–বরিশাল সেতু দরকার। শিক্ষায় পিছিয়ে থাকা জেলাটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রয়োজন।

আরও পড়ুনভোলায় আটকে রাখা ৮টি গ্যাসভর্তি গাড়ি ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা২১ এপ্রিল ২০২৫

এসব দাবিতে জেলার বাসিন্দারা আজ সকাল ১০টা থেকে সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে জমায়েত হতে থাকেন। এ সময় তাঁরা ‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’, ‘ইন্ট্রাকোর সঙ্গে অসম চুক্তি বাতিল করো, করতে হবে’, ‘গ্যাস চোরের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দাবি মোদের একটাই, মেডিকেল কলেজ চাই’, ‘গ্যাস নিলে দিতে হবে, মেডিকেল কলেজ’, ‘গ্যাস নিলে দিতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়’, ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও, গ্যাস চোরের আস্তানা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুনভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা১৯ এপ্রিল ২০২৫

এ সময় বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওবায়েদুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের নেতা মুসলিম হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, ভোলা জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বায়ক রাহিম ইসলাম প্রমুখ।

আরও পড়ুনভোলার গ্যাস নিজেরা ব্যবহার করতে চান ভোলাবাসী, পাঁচ দাবিতে বিক্ষোভ-সমাবেশ২০ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে লোকালয় থেকে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন-সংলগ্ন একটি গ্রাম থেকে একটি অজগর উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের ধানখেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা।

উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ৮ ফুট ও ওজন প্রায় ১০ কেজি বলে জানান ওয়াইল্ড টিমের শরণখোলার মাঠ কর্মকর্তা আলম হাওলাদার। তিনি বলেন, রাজেশ্বর গ্রামের মধু খাঁর ধানখেতের বেড়া দেওয়া জালে সকালে একটি অজগর সাপ আটকা পড়ে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেখানে পৌঁছে বেলা সাড়ে ১২টার দিকে সাপটি উদ্ধার করা হয়।

পাশের সুন্দরবন থেকেই অজগরটি লোকালয়ে চলে আসতে পারে মন্তব্য করে আলম হাওলাদার বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তার পরামর্শে বনের ধাবড়ি এলাকায় রোববার দুপুরে অজগর সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন–সংলগ্ন এলাকার বাসিন্দাদের বন্য প্রাণী সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শরণখোলা রেঞ্জের কর্মকর্তা রানা দেব বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সৌন্দর্যের সন্ধানে সুন্দরবনের গহীনে : প্রথম পর্ব
  • সুন্দরবনের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় নতুন শিল্পপ্রতিষ্ঠানের অনুমোদন দেবে না সরকার
  • সুন্দরবন থেকে ১০ কিলোমিটারের মধ্যে `শিল্প বা প্রকল্প নয়`
  • সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ
  • বাগেরহাটে লোকালয় থেকে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত