সকালে ঘুম থেকে উঠোর পর অনেকেরই চোখমুখ ফোলা লাগে। আবার অনেক সময়ে রোদে বেশিক্ষণ থাকলেও মুখ বেশ ফোলা ফোলা দেখায়। ধীরে ধীরে কিছুক্ষণ পর এই ফোলা ভাব কমেও যায়। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় হলে সমস্যা । অনেক সময় কম ঘুম, অতিরিক্ত ওজন, পরিশ্রম কিংবা অ্যালার্জিজনিত কারণেও মুখ ফুলে যায়। তবে কারণ যাই হোক, প্রাথমিক ভাবে মুখে খানিকক্ষণ বরফ ঘষলে, এই সমস্যা চলে যায়। চোখের নীচের ফোলা ভাব বরফ ঘষলেই নিমেষে মিলিয়ে যায়। মেকআপ করার আগেও মুখে একটু বরফ ঘষলে ত্বকে সতেজভাব বজায় থাকে। 

তবে চোখমুখের ফোলা ভাব কমানো ছাড়াও, বরফ ত্বকের আরও অনেক সমস্যার সমাধান করে। এই কারণে ‘আইস ফেশিয়াল’ বেশ জনপ্রিয়। তবে ত্বকে বরফ লাগাতে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
ত্বকে বরফ লাগানোর উপকারিতা

১.

ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বরফের জুড়ি নেই। এক টুকরো বরফ মিনিট পাঁচেক ত্বকে ঘষলেই ক্লান্তি দূর হবে।

২. গরমে ত্বকে র‍্যাশ, ফুসকুড়ি দেখা দেয়। এসব প্রতিরোধে ত্বকে বরফ ব্যবহার করতে পারে। 

তবে সব কিছুর মতোই বরফ ব্যবহারেরও কিছু ভালো এবং মন্দ দিক থাকে। কিছু নিয়ম মেনে বরফ ব্যবহার না করলে, সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

১. ত্বকের কোনও এক জায়গায় বেশিক্ষণ বরফ চেপে ধরে রাখা ঠিক নয়। তা না হলে ত্বকে দাগ পড়তে পারে। 

২. ত্বকে সরাসরি বরফ দেওয়া ঠিক হবে না। পাতলা সুতির কাপড়ে বরফ মুড়িয়ে ত্বকে লাগালে ভালো। 

৩. বরফ ঘষার পরে অনেকেরই মুখে লাল লাল ভাব দেখা যায়। অনেকের ক্ষেত্রে তা বেশিক্ষণ থেকে যায়। বার বার এমন হলে একটানা বরফ ব্যবহার এড়িয়ে চলুন। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: সমস য

এছাড়াও পড়ুন:

আলোকস্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল, শেষ ১৫ মিনিট কবে হবে

১০৫ মিনিট পর ম্যাচ রেফারি, ম্যাচ কমিশনারসহ দুই দলের কোচ, ম্যানেজাররা নিজেদের মধ্যে আলাপ সেরে জানিয়ে দেন, আলোক স্বল্পতার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ম্যাচ আপাতত স্থগিত। পাশাপাশি এও জানানো হয়েছে, আজ যেখানে ম্যাচ শেষ হলো বাকি খেলা পুনরায় অন্য একদিন হবে।

যত দূর জানা গেছে, ম্যাচের অবশিষ্ট অংশের জন্য নতুন দিনক্ষণ বাফুফের লিগ কমিটি ঠিক করবেন। মূলত ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় ১০৫ মিনিট পর বাকি ১৫ মিনিটের খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি৷ সে ক্ষেত্রে নতুন কোনো দিন এই ১৫ মিনিটের জন্য দুই দল আবার লড়বে। তারপরও যদি স্কোর সমান থাকে তাহলে নিয়মানুযায়ী টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। কালবৈশাখীর কবলে পরে মাঝপথে ম্যাচ বন্ধ হওয়ার প্রভাবই পড়ল শেষ পর্যন্ত।

বিস্তারিত আসছে

সম্পর্কিত নিবন্ধ