এতো মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ: শাকিব খান
Published: 22nd, April 2025 GMT
সিনেমা মুক্তির পর দেশের অধিকাংশ নায়করা স্বশরীরে প্রচার-প্রচারণায় হাজির হোন। ব্যতিক্রম কেবল শাকিব খান। সিনেমা মুক্তির পরই যেনো ডুব দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজ ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচার-প্রচারণা চালালেও ব্যক্তি শাকিব খান থাকেন অনেকটাই আড়ালে। যেনো নিভৃতচারি হয়ে বুঝতে চান দর্শকদের পালস।
এবার ঈদে তার অভিনীত ছবি ‘বরবাদ’মুক্তির পরও একই চিত্র দেখা গেল। অন্য চার ছবির নায়ক-নায়িকারা হলে হলে ঘুরলেও শাকিব খান ছিলেন বাসায়। শুরু করে দেন নতুন ছবির শুটিংও। যার বরবাদ নিয়ে এতো উন্মাদনা তার এমন নিরবতা নিয়ে অনেকেই মুনক্ষুন্নও হয়েছেন। প্রিয় নায়কের সাফল্যমণ্ডিত হাসি দেখার অপেক্ষায় প্রহরগুণছিলেন অনেকেই।
অবশেষে নায়ক সিনেমা হলে এলেন ‘বরবাদ’ মুক্তির ২২তম দিনে। সোমবার রাজধানী উত্তরার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল বরবাদ সিনেমার স্পেশাল শো। এসেই জানালেন, বাসায় সিনেমা নিয়ে তার অনেক টেনশনে থাকেন। বাসায় বসে বসে সিনেমার রিভিউগুলো পড়েন। দর্শকদের ভালোলাগা মন্দ লাগার বিষয়গুলো জানেন। এতেই মধ্যমণি হয়ে হাজির হয়েছিলেন শাকিব খান।
এসেই গণমাধ্যমের সামনে নায়ক বললেন, দর্শক সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে, যা সত্যি অতুলনীয়। এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম।’
বরবাদ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। এটি তার প্রথম সিনেমা। বিশেষ শোতে শাকিব খান উপস্থিত হওয়ার আগেই চলে আসেন তিনি। সঙ্গে আসেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি। সিনেমা হলে আসতে না আসতেই ক্যামেরার ঝলক ঘিরে ধরে তাদের। এ সময় তারাও বরবাদের সাফল্যে উচ্ছ্বাসের কথা জানান। পরে অপেক্ষা করতে থাকেন শাকিব খানের। দেশের শীর্ষ নায়ক আসতেই হুমড়ি খেয়ে পড়ে ক্যামেরা। যেনো শাকিব খানের একমুহুর্তও মিস করা যাবে না। মুহুর্তেই সে ভিডিও ছড়িয়ে যায় সাামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ সময় সিনেমা নিয়ে শাকিব খান তার সুদূরপ্রসারী পরিকল্পনা জানিয়ে বলেন , ‘আমি একসময় স্বপ্ন দেখতাম, দেশের মাল্টিপ্লেক্সে আমার ছবি চলবে, দেশের বাইরে বলিউড, হলিউড সিনেমার পোস্টারের পাশে আমার দেশের সিনেমার পোস্টার থাকবে। গত দু-তিন বছরে কিন্তু সেটাই হচ্ছে। দেশে-বিদেশে সবখানে আমার দেশের সিনেমা মানুষের মন জয় করছে। আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি, আরো অনেক কিছু করা বাকি আছে।
আপনারা হয়তো ভাবছেন, বরবাদ লাস্ট সিনেমা, যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। এটা শেষ নয় বরং শুরু। গত বছর তুফান দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর বরবাদ এলো, তার চেয়েও ভালো বিজনেস করল। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরো ভালো করবে। ইতিমধ্যে আমার এই দুই প্রযোজক নতুন সিনেমার গল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সেই গল্পের কাছে বরবাদ অনেক ছোট মনে হবে।’
উদাহরণ টেনে শাকিব খান আরও বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল। কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন, তাদের লক্ষ্য ছিল এক হাজার কোটি। এখন দেখা যায়, পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছলে সুপারহিটই ঘোষণা করা হয় না।’
এদিন প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন, কণ্ঠশিল্পী কোনালসহ অনেকে।
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এ ছাড়া আরো অভিনয় করেছেন
উৎস: Samakal
কীওয়ার্ড: বরব দ
এছাড়াও পড়ুন:
পরীর পুরো পৃথিবী আর সুমীর প্রেমিক কক্সবাজার
২ / ৬খল চরিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগরের স্ত্রী ও সন্তানেরা এখন বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের ডালাসে থাকেন। কাজের ফাঁকে মিশাও ছুটে যান তাঁদের কাছে। এদিকে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মিশা অভিনীত ‘বরবাদ’। এ সময়টায় দেশে নেই এই অভিনয়শিল্পী। ফেসবুকে এই সেলফি পোস্ট করে লিখেছেন, ‘শহরে নতুন অতিথি!’