হামজার শেফিল্ডকে হারিয়ে প্রিমিয়ার লিগে বার্নলি
Published: 22nd, April 2025 GMT
হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের সামনে সুযোগ ছিল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে তারা। চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার (২১ এপ্রিল) বার্নলির বিপক্ষে ২-১ গোলে হেরে যায় শেফিল্ড। হামজাদের এই হারে বার্নলি প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন নিশ্চিত করেছে, তাদের সঙ্গী লিডস ইউনাইটেড। অন্যদিকে শেফিল্ডকে নামতে হবে প্লে’অফের কঠিন লড়াইয়ে।
৪৪ ম্যাচ শেষে বার্নলি ও লিডস দু দলেরই সংগ্রহ ৯৪ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে শেফিল্ড অবস্থান করছে টেবিলের তৃতীয় স্থানে। হামজাদের ২ পয়েন্ট জরিমানা না হলে অবশ্য কাগজে-কলমে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা এখনো টিকে থাকত। লিগে আরো দুটো ম্যাচ বাকি থাকলেও শেফিল্ডের প্লে’অফ খেলতেই হবে।
প্লে’অফে প্রথমে হোম অ্যান্ড অ্যাওয়েতে ষষ্ঠ স্থানে থাকা দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে হবে শেফিল্ডকে। সেখানে জিতলে তারা উঠবে ফাইনালে। এরপর ফাইনাল ম্যাচ জিতলেই পাবে প্রিমিয়ার লিগের টিকিট। গত বছর শেফিল্ডের মতো অবস্হানে থাকা লিডস প্লে’অফ ফাইনালে হেরে যায় সাউদাম্পটনের কাছে। এবার সেই লিডস সরাসরি প্রিমিয়ারে উঠে গেলো।
আরো পড়ুন:
লিভারপুলের অপেক্ষা, আর্সেনালের সম্ভাবনা, লেস্টারের অবনমন
‘ভ্যান ডাইক ও সালহার চুক্তি নবায়ন উচ্চাকাঙ্ক্ষার ফসল’
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পরীর পুরো পৃথিবী আর সুমীর প্রেমিক কক্সবাজার
২ / ৬খল চরিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগরের স্ত্রী ও সন্তানেরা এখন বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের ডালাসে থাকেন। কাজের ফাঁকে মিশাও ছুটে যান তাঁদের কাছে। এদিকে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মিশা অভিনীত ‘বরবাদ’। এ সময়টায় দেশে নেই এই অভিনয়শিল্পী। ফেসবুকে এই সেলফি পোস্ট করে লিখেছেন, ‘শহরে নতুন অতিথি!’